৭৪ বছরের সুপারস্টার লিখেছেন, মনের মধ্যে খেলা করছে প্রতিক্রিয়ার নানা টুকরো, হারিয়ে যাওয়া মানুষটার ছবি, আচমকা সব ছাপিয়ে উঠে আসছে যন্ত্রণা আর হারিয়ে ফেলার কষ্ট। এঁদের মধ্যে তিনিই সবথেকে সুখী, যিনি বরাবরের মত চলে গেলেন, স্বর্গে তিনি এখন বাস করছেন চিরশান্তির মধ্যে।
এর আগে এ নিয়ে টুইট করেন অমিতাভ
শনিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মারা যান ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রাই। ক্যানসারে ভুগছিলেন তিনি।