মুম্বই: 'ছোট্ট মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলে গিয়েছে, কেঁদো না...তোমরাও তাড়াতাড়িই ছাড়া পাবে'। মুম্বইয়ের হাসপাতালের রোগ শয্যা থেকে এ কথা জানালেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। করোনা টেস্ট নেগেটিভ হওয়ায় গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভের পুত্রবধূ তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও নাতনি আরাধ্যা। আর এই ঘটনায় আবেগ চেপে রাখতে পারেননি প্রবীণ অভিনেতা। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ছাড়া পাওয়ায় চোখে জল চলে এসেছিল তাঁর। এরপর আরাধ্যাকে তাঁকে কীভাবে আশ্বাস দিয়ে গিয়েছে, তা জানিয়েছেন অমিতাভ।
সোমবার রাতে নিজের ব্লগে নিজের অনুভূতি জানিয়ে অমিতাভ লিখেছেন,' ... ছোট্ট মেয়েটা আর বহুরানি ওরা বাড়ি গেল..চোখে জল সামলাতে পারিনি...ছোট মেয়েটা জড়িয়ে ধরে আমাকে বলল, কেঁদো না...আশ্বাস দিয়ে হলল..তুমি শিগগিরই বাড়ি ফিরবে...আমার তো ওকে বিশ্বাস করতেই হবে'।
৭৭ বছরের অভিনেতা তাঁর অজ্ঞাত পরিচয় ট্রোলারদেরও বার্তা দিয়েছেন।এক শ্রেণীর ট্রোলারদের অশুভ কামনা নিয়ে খোলা চিঠিতে একহাত নিয়েছেন অমিতাভ। তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা।
উল্লেখ্য, নানাবতী হাসপাতালে বর্তমানে চিকিত্সাধীন করোনা আক্রান্ত অমিতাভ। এই হাসপাতালেই চিকিত্সা চলছে তাঁর ছেলে অভিষেকেরও।
গতকাল আরাধ্যা ও ঐশ্বর্যর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ট্যুইটার মারফত জানান অভিষেক। তিনি শুভানুধ্যায়ী ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেন-আপনাদের ধারাবাহিক প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। চির ঋণী। ঐশ্বর্য ও আরাধ্যার টেস্ট নেগেটিভ এসেছে। ওরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ওরা এখন বাড়ি ফিরে যাবে। আমি ও বাবা হাসপাতালে চিকিত্সাধীন থাকব।
‘আরাধ্যা বলে গিয়েছে, দাদু, কেঁদো না, তোমরাও শিগগিরি বাড়ি ফিরবে’, জানালেন আবেগাপ্লুত অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2020 05:36 PM (IST)
করোনা টেস্ট নেগেটিভ হওয়ায় গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভের পুত্রবধূ তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও নাতনি আরাধ্যা। আর এই ঘটনায় আবেগ চেপে রাখতে পারেননি প্রবীণ অভিনেতা। পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ছাড়া পাওয়ায় চোখে জল চলে এসেছিল তাঁর।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -