মুম্বই: বয়স ছুঁয়েছে ৭৯-এর কোঠা। কিন্তু শরীরে শক্তি কমেনি এতটুকু। বয়সের ভারে একটুও নুইয়ে পড়েননি বিগ-বি। সোশ্যাল মিডিয়ায় এমনিতেই বেশ সক্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। মাঝে মধ্যেই নানা পোস্ট দিয়ে নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যাপারে অনুরাগীদের আপডেটেড রাখেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন এক মজার ছবি।
ছবিতে স্যুটেড-বুটেড বিগ বি পা ছুঁড়ছেন শূন্যে। ক্যাপশনে লিখেছেন, 'বয়স হয়ে গেছে, ভাইসাহেব, কিন্তু লাথি এখনও চলছে।' বলে হাসির ইমোজিও দিয়েছেন কিছু। অর্থাৎ বয়সের থোড়াই কেয়ার। পা এখনও দিব্য সচল।
প্রসঙ্গত উল্লেখ্য, ভাঙা পা নিয়েই একনাগাড়ে 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর শ্যুটিং করে চলেছেন অভিনেতা। মঙ্গলবার তিনি আরও একটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। পায়ের চোটের ব্যাপারে জানিয়ে লেখেন যে এখন ট্রেডিশনাল চামড়ার জুতো পরতে আর তিনি স্বচ্ছন্দ বোধ করছেন না। তাই সেই জায়গায় পা গলিয়েছেন নরম 'স্পোর্টস শু'-এ।
দুই ছবিতে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়েছেন তাঁর সহকর্মী থেকে নেটিজেন, সকলেই।
আরও পড়ুন: Celebrities Update: ভিকি-ক্যাটরিনার বিয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়, কী বললেন অভিনেত্রী নিজে?