মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতির কারণে গত দুটো বছর ধরে বেশ কিছুদিন সিনেমা হল বন্ধ ছিল। আর সেই কারণেই বেশ কিছু বলিউড (Bollywood) ছবি মুক্তির অপেক্ষায় দিন আটকে ছিল। গত বছরের শেষের দিকে সিনেমা হল খুললে বহু বলিউড ছবির মুক্তির দিন ঘোষণা করা হয় পরিচালক, প্রযোজকদের পক্ষ থেকে। কিন্তু ফের করোনার তৃতীয় ঢেউয়ের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হয় সিনেমা হল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, নাহলে স্বল্প সংখ্যক দর্শকের অনুমতি পাওয়া যায়। এই কারণে বহু ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। সম্প্রতি বেশ কিছু ছবির মুক্তির দিন ফের ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী মার্চ মাসে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাবে-


১. ঝুন্ড- বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছবি 'ঝুন্ড' মুক্তি পাবে মার্চ মাসে। জানা যাচ্ছে ৪ মার্চ মুক্তি পাবে 'ঝুন্ড'। সম্প্রতি নেট মাধ্যমে মুক্তি পেয়েছে ছবির টিজার। যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। সম্পূর্ণ ছবি দেখার অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা।


আরও পড়ুন - Bappi Lahiri Demise: 'মিস করছি তোমায় খুব দাদু', আবেগপ্রবণ বাপি লাহিড়ির নাতি


২. রাধে শ্যাম- দক্ষিণী সুপারস্টার প্রভাসের বহু প্রতীক্ষিত রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম' মুক্তি পাবে আগামী মার্চ মাসে। জানা যাচ্ছে ১১ মার্চ দেশজুড়ে মুক্তি পাবে এই ছবি। হিন্দি ছাড়াও আরও বেশ কিছু ভাষায় মুক্তি পাবে। এই ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে।


৩. বচ্চন পাণ্ডে- রঙের উতসবে মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি 'বচ্চন পাণ্ডে'। এই ছবিতে রয়েছেন কৃতীয় শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্সি, পঙ্কজ ত্রিপাঠি এবং আরও অনেক নামী তারকারা। আগামী ১৮ মার্চ মুক্তি পাবে এই ছবি।


৪. ট্রিপল আর- 'বাহুবলী' পরিচালক রাজামৌলীর বহু প্রতীক্ষিত ছবি 'ট্রিপল আর' মুক্তি পাওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। জানা যাচ্ছে অবশেষে এই ছবি আগামী ২৫ মার্চ মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভট্ট, অজয় দেবগনকে।