মুম্বই: পুত্রবধূর ছবি ‘সর্বজিৎ’ অস্কার পুরস্কারের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া ছবির লম্বা তালিকায় মনোনীত হয়েছে। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অমিতাভ বচ্চন।




টুইটারে নিজের আনন্দ আর গর্ব প্রকাশ করেছেন তিনি।


অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস অল্পদিন আগে প্রকাশ করেছে অস্কার তালিকায় প্রাথমিকভাবে বেছে নেওয়া সেরা ৩৩৬টি ছবির নাম। ঐশ্বর্যা রাই বচ্চনের ‘সর্বজিৎ’ যেমন রয়েছে, তেমনই জায়গা করে নিয়েছে সুশান্ত সিংহ রাজপুতের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এছাড়াও রয়েছে এ বছরের জনপ্রিয় বিদেশি ছবি ‘লা লা ল্যান্ড’, ‘মুনলাইট’, ‘সাইলেন্স’, ‘ডেডপুল’, ‘সুইসাইড স্কোয়াড’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার’ ইত্যাদি। ইন্দো-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ‘কুইন অফ কাটবে’-ও তালিকায় স্থান পেয়েছে।