মুম্বই: গতকাল প্রয়াত হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আট দশক ধরে হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। প্রজন্মের পর প্রজন্মের মানুষ ছোটবেলা থেকে তাঁর গান শুনে আসছেন। দেশ বিদেশের অগণিত মানুষের মন ভারাক্রান্ত লতা মঙ্গেশকরের প্রয়াণে। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান গায়িকার। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লতা মঙ্গেশকরের বাড়িতে দেখা যায় অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)।
আরও পড়ুন - Shahrukh Khan Update: লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সত্যিই কি থুথু ফেলেছিলেন শাহরুখ খান?
লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশ বিদেশের অগণিত অনুরাগীদের মতো মন ভারাক্রান্ত অমিতাভ বচ্চনেরও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লতা মঙ্গেশকরের পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টেজে লতা মঙ্গেশকরকে স্বাগত জানাচ্ছেন তিনি। ভিডিওতে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, 'কীভাবে পরিচয় করাবো, যিনি এই দেশেরই শুধু নন, এই গোটা বিশ্বব্রহ্মান্ডে সুর সম্রাজ্ঞী।' এরপরই লতা মঙ্গেশকরকে দেবী সরস্বতী সম্মোধন করে মঞ্চে স্বাগত জানান বিগ বি। এরপর ফের তাঁকে বলতে শোনা যায়, 'আমিও বিশ্বাস করি ঐশ্বরের সঙ্গে সঙ্গীতের বিশেষ একটা যোগাযোগ রয়েছে। আর লতা মঙ্গেশকরই দ্বিতীয় সেই তার বা মাধ্যম, যা ঐশ্বর আর সঙ্গীতের মধ্যে বন্ধন তৈরি করেছে। তিনি (লতা মঙ্গেশকর) সত্যিই দেবী সরস্বতীর এক রূপ।' ভিডিও শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, 'তিনি (লতা মঙ্গেশকর) আমাদের ছেড়ে চলে গিয়েছেন। স্বর্গে তিনি এখন সঙ্গীতের সৃষ্টি করছেন।'
প্রসঙ্গত, জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। প্রায় ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে প্রয়াত হন তিনি। করোনার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছিলেন, বয়সের কারণেই তাঁর সেরে উঠতে সময় লাগছে। কিন্তু করোনা ও নিউমোনিয়ার সমস্যা কেটে গেলেও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেন না সুর সম্রাজ্ঞী। ইহলোকের মায়া ত্যাগ করে পাড়ি দিলেন সুরলোকে। ভারাক্রান্ত মন গোটা দেশের।