মুম্বই: গতকাল প্রয়াত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। অন্যান্য তারকাদের পাশাপাশি গায়িকার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খানও (Shahrukh Khan)। ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির থাকতে দেখা যায় কিং খানকে। বর্ষীয়ান গায়িকাকে শেষ শ্রদ্ধাও জানান। বিদায়বেলায় লতা মঙ্গেশকরের জন্য 'দোয়া' চাইতে দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু লতা মঙ্গেশকরের শেষকৃত্যে গিয়ে বিতর্ক তৈরি হল কিং খানকে ঘিরে। 


সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হরিয়ানার বিজেপি প্রধান অরুণ যাদব একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধাজ্ঞাপন করছেন শাহরুখ খান। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, 'থুথু ফেললেন শাহরুখ খান?' মুহূর্তে সেই টুইট ভাইরাল হয়ে যায়। আর হরিয়ানার বিজেপি প্রধান অরুণ যাদবকে তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ খানের অনুরাগীরা। ইতিমধ্যেই তাঁর সেই টুইটে হাজারেরও বেশি রিপ্লাই এসেছে। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'শুধুমাত্র বিতর্ক তৈরি করার জন্য টুইট করবেন না।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শাহরুখ খান দোয়া চাওয়ার সময় ফুঁ দিচ্ছিলেন রীতি অনুযায়ী। এটা মুসলিম ধর্মের রীতি।' কোনও কোনও নেট নাগরিক আবার শাহরুখ খানের জনপ্রিয় ছবি 'মাই নেম ইজ খান'-এর ভিডিও ক্লিপ শেয়ার করেছেন কমেন্টে। যেখানে মুসলিম ধর্মের রীতি অনুযায়ী নমাজ পড়ার সময় 'দোয়া' চাইতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। ইতিমধ্যেই এই বিতর্কের কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শাহরুখ খান।


আরও পড়ুন - Rimi Sen Joined Congress: কংগ্রেসে যোগ দিলেন বলিউড অভিনেত্রী রিমি সেন


লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের সময় শাহরুখ খানকে মাস্ক খুলে কিছু একটা করতে দেখা যায় সেই ভিডিওতে। পাশে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি। সেই ভিডিও ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। কোনও নেট নাগরিক স্পষ্ট করে কমেন্টে লিখেছেন যে, 'মুসলিম রীতি অনুযায়ী যখন 'দোয়া' চাওয়া হয়, তখন ফুঁ দেওয়ার রীতি রয়েছে। লতা মঙ্গেশকরের জন্য 'দোয়া' চাওয়ার সময় তাই ফুঁ দিচ্ছিলেন কিং খান। এটা মুসলিম ধর্মের রীতি। শাহরুখ খান মোটেই থুথু ফেলেননি।'


প্রসঙ্গত, প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। গতকাল সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা দেশজুড়ে।