মুম্বই: অমিতাভ বচ্চন করোনাভাইরাস পজিটিভ। গভীর দুশ্চিন্তায় তাঁর ভক্ত-অনুরাগী সমেত দেশবাসী। তাঁদের একটাই প্রশ্ন, কী করে ৭৭ বছর বয়সে এমন মারণ ভাইরাসের কবলে পড়লেন তিনি, কেমন আছেন তিনি এখন? বিগ বি-র পাশাপাশি কোভিড-১৯ পজিটিভ তাঁর ছেলে অভিষেক বচ্চনও। পরিবারের বাকি সদস্যদের পরীক্ষার রিপোর্ট কী আসে, তা নিয়েও কৌতূহল রয়েছে। এর মধ্যেই জানা গিয়েছে, অমিতাভ গত ১০ দিনে নানা কারণে তাঁর সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলেছেন। তিনি ট্যুইট করে নিজের করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি আবেদন করেছেন, গত দশ দিনে যাঁরা আমার কাছে এসেছেন, তাঁরাও টেস্ট করিয়ে নিন। সম্ভবত, কোনও অনুষ্ঠানের ব্যাপারে বাইরের কোনও সংস্থার লোকজন বিগ বি-র বাড়ি এসেছিলেন। অমিতাভ নিজের ট্যুইটে লেখেন, আমি করোনা পজিটিভ হয়েছি। হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমাকে। আমার পরিবার ও স্টাফদেরও টেস্ট হয়ে গিয়েছে। এখনও ফল আসা বাকি। যত লোক গত ১০দিন আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলে যেন নিজের নিজের টেস্ট করিয়ে নেন।