১৪ থেকে ২২ জুলাই পর্যন্ত বেঙ্গালুরুতে সম্পূর্ণ লকডাউন, ঘোষণা কর্ণাটক সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2020 09:43 PM (IST)
কর্ণাটকে করোনা সংক্রমণ রোখার জন্য আশাকর্মী, চিকিৎসক, চিকিৎসাকর্মী, পুলিশ, সরকারি আধিকারিক ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন ইয়েদুরাপ্পা।
বেঙ্গালুরু: করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ১৪ জুলাই, মঙ্গলবার রাত আটটা থেকে ২৩ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত বেঙ্গালুরুতে সম্পূর্ণ লকডাউন জারি করার কথা ঘোষণা করল কর্ণাটক সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সময় সব অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় দেওয়া হবে। এই সময় বেঙ্গালুরু ও পার্শ্ববর্তী গ্রামীণ জেলাগুলিতে যে সব পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেগুলি নির্দিষ্ট সূচি মেনেই হবে। করোনা সংক্রমণ রোখার জন্য সাধারণ মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়ুদেরাপ্পা বলেছেন, ‘হাসপাতাল, মুদি দোকান, ফল, সবজির দোকানগুলি খোলা থাকবে। রোজকার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাওয়ার সময় সবার সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত, মাস্ক পরে থাকা উচিত এবং লকডাউন সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলা উচিত।’ কর্ণাটকে করোনা সংক্রমণ রোখার জন্য আশাকর্মী, চিকিৎসক, চিকিৎসাকর্মী, পুলিশ, সরকারি আধিকারিক ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন ইয়েদুরাপ্পা।