নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে গানটি রিলিজের কথা জানান অমিতাভ। সঙ্গে লেখেন, কানে হেডফোন দিন, আলো বন্ধ করুন আর গানটি উপভোগ করুন।
আরও একটি টুইটে তিনি তাঁর ব্যস্ত কর্মসূচীর কথা জানিয়ে লেখেন, দুটো ফটোশ্যুট ও একটি প্রস্থেটিক মেকাপ টেস্ট সেরে ফিরেছেন তিনি। তবে তিনি জানান, এই ধরনের সৃজনশীল কাজ সবসময়ই আলাদা ভালোলাগার অনুভূতি দেয়।
প্রসঙ্গত, 'পা' ছবিতে প্রস্থেটিক মেকাপ ব্যবহার করেছিলেন অমিতাভ। তিনি জানান, এই টেস্ট তাঁর নতুন ছবির জন্য। সম্প্রতি তাপসী পান্নুর সঙ্গে 'বদলা' ছবিতে দেখা গেছে অমিতাভকে।