কলকাতা: নায়কদের ও বয়স বাড়ে, তাঁদেরও বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। অসুস্থতা থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা, সবই হয়। একসময় যিনি পর্দায় অ্যাঙ্গ্রি ইয়ং ম্যান, মারকাটারি অ্যাকশন করে দর্শকদের মন জয় করেছেন, এখন বয়সের কারণে তাঁরই শরীরে দেখা হয়েছে একাধিক সমস্যা! সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দশকের পর দশক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অমিতাভ। বর্তমানে পায়ে পায়ে তাঁর ৮২ বছর বয়স হয়ে গিয়েছে। আর সেই কারণেই এবার তাঁর শরীরে দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে দিব্য যোগাযোগ রেখে চলেন অমিতাভ। নিজের জীবনের বিভিন্ন আপডেট সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। প্রত্যেক রবিবার তিনি অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য 'জলসা'-র বাইরে আসেন। কিন্তু সদ্যই অমিতাভ বলেছেন, তিনি নাকি প্রতি রবিবার যখন অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসেন, তখন উদ্বিগ্ন লাগে তাঁর। 'বিগ বি' জানান, তাঁর চিন্তা হয় যে 'জলসা'-র সামনে যে অনুরাগীরা আসেন, তাঁদের সংখ্যা কমে যাবে কি না বা পুরনো অতিথিরা আসা বন্ধ করে দেবেন কি না... তিনি যখন জলসা-র বাইরে আসেন, হাততালির শব্দ শোনেন, তখন তাঁর চিন্তা দূর হয়ে যায়। তিনি ভালবাসা আর কৃতজ্ঞতা অনুভব করেন।

কী কী সমস্যায় ভুগছেন অমিতাভ?

অমিতাভ জানিয়েছেন, রোজ বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। অমিতাভ লিখেছেন, 'তাড়াতাড়ি ঘুমনো আর তাড়াতাড়ি ওঠাটা কোনও রূপক নয়, এটা সত্যিই কাজ করে। শরীর ভারসাম্য হারাতে শুরু করে আর সেটাকে ঠিক করার জন্য জীবনযাত্রার উন্নতি প্রয়োজন, কিছু নিয়মকানুন মেনে চলা প্রয়োজন।' অমিতাভ বচ্চন আরও জানিয়েছেন, এখন তাঁর ছোট ছোট কাজ করতে অসুবিধা হয়। যেমন ট্রাউজার পরা তাঁর কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। চিকিৎসকেরা অমিতাভকে পরামর্শ দিয়েছেন, ট্রাউজার পরার সময় তিনি যেন বসে ট্রাউজার পরেন। অমিতাভ লেখেন, তিনি প্রথম প্রথম অবিশ্বাস করেছিলেন ব্যাপারটায়, কিন্তু পরে অমিতাভ বুঝতে পারেন, চিকিৎসকেরা একেবারে ঠিক ছিলেন।' তবে অমিতাভ জানিয়েছেন, তিনি এই সমস্যাগুলি থেকে বাঁচার জন্য নিয়মিত শরীরচর্চা করেন, হালকা যোগা করেন। পাশাপাশি তিনি চিকিৎসকের পরামর্শ নেন, ওষুধ খান ও নিয়মিত কিছু রুটিন মেনে চলেন।