মুম্বই: কোনও ছবি মুক্তি পেলে সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসায় পঞ্চমুখ হতে হবে। এটাই বলিউডের অলিখিত নিয়ম। ২৫ তারিখ ‘কাবিল’ ও ‘রইস’ মুক্তির পর বলিউডের হুজ হু-রা টুইটারে দুটি ছবিকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সকলকে উৎসাহ দিয়েছেন হলে গিয়ে ছবিদুটি দেখতে। এবার সেই তালিকায় নাম লেখালেন অমিতাভ বচ্চনও।
টুইটারে দুটি ছবিরই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অমিতাভ। শাহরুখ খান যেভাবে ‘রইস’-এ গুজরাটের মদ চোরাচালানকারীর চরিত্র চিত্রণ করেছেন, সে জন্য অভিনন্দন জানিয়েছেন তাঁকে। জবাবে শাহরুখের টুইট অন্য টুইটে ‘কাবিল’-এর তুমুল প্রশংসা করেছেন বিগ বি। নায়ক নায়িকার অসামান্য অভিনয় ও সঞ্জয় গুপ্তের পরিচালনা- সব কিছু ভাল লেগেছে তাঁর। আপ্লুত হৃতিক রোশন সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন টুইটারেই শাহরুখ ও হৃতিক দুজনের সঙ্গেই একবারই এক ছবিতে কাজ করেন অমিতাভ। ২০০১ সালে কর্ণ জোহরের ‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখ ও হৃতিকের বাবা সাজেন তিনি।