নয়াদিল্লি: ২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার, এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। জাভড়েকর বলেন, একজন লেজেন্ড যিনি দুই প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁকে সর্বসম্মতভাবে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যোগ করেন, এই খবরে দেশ ও বিদেশের সব মহল খুশি। টুইটারে মোদি লেখেন, অমিতাভ বচ্চনকে আন্তরিক অভিনন্দন। প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার দেশের প্রবাদপ্রতীম ছবি প্রযোজক-পরিচালক দাদাসাহেব ফালকের নামাঙ্কিত। কাকতালীয়ভাবে, সেই বছরই ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল অমিতাভের।

মূলত, ভারতীয় চলচ্চিত্র জগতে উৎকৃষ্ট অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্র জগতে এটিই সর্বোচ্চ সম্মান। ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন প্রয়াত বিনোদ খন্না। এবছর পেলেন অমিতাভ বচ্চন। এর আগে, ১৯৮৪ সালে পদ্মশ্রী, ২০০১ সালে পদ্মভূষণ, এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন ৭৬ বছর বয়সী অমিতাভ বচ্চন। পরিচালক কর্ণ জোহর টুইটারে অমিতাভকে ‘রকস্টার’ উল্লেখ করে তাঁর ভূয়সী প্রশংসা করেন। বলেন, ভারতীয় সিনেমার সবচেয়ে অনুপ্ররেণাময় লেজেন্ড। আক্ষরিক অর্থে একজন রকস্টার। অমিতাভ বচ্চনের যুগে থাকতে পেরে আমি সম্মানিত ও গর্বিত।