নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এই ঘটনার পর মঙ্গলবার প্রথমবার সামনাসামনি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নিউইয়র্কে স্থানীয় সময় দুপুর সোয়া একটায় (ভারতীয় সময় রাত পৌনে এগারোটা) রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিতে পারেন দুই নেতা। তবে তাঁদের মধ্যে কোনও বৈঠকের সম্ভাবনা নেই।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৪ তম অধিবেশনের অবকাশে মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি।
ভারতীয় সময় পৌনে দশটার সময় এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার। মোদি ও ট্রাম্পের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত ক্রমবর্দ্ধমান বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। সেইসঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা ও শক্তি সংক্রান্ত চুক্তি ও আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিয়েও তাঁদের মধ্যে কথা হতে পারে।
গতকাল সোমবার ইমরান ট্রাম্পের সঙ্গে দেখা করেন। কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা সংক্রান্ত সাহায্য পাওয়ার চেষ্টা করেন পাক প্রধানমন্ত্রী। তবে তাঁকে হতাশ করে ট্রাম্প বলেছেন, দুই পক্ষ রাজি থাকলেও তবেই কোনও মধ্যস্থতা হতে পারে।
গত পাঁচ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ ও রাজ্যকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর দুই দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অবনমন ঘটায় এবং ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করে। কাশ্মীর ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহলে নানাভাবে হাওয়া গরম করার চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু ইমরানের সেই চেষ্টা মুখ থুবড়ে পড়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে সামনাসামনি হতে পারেন মোদি ও ইমরান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2019 05:27 PM (IST)
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এই ঘটনার পর মঙ্গলবার প্রথমবার সামনাসামনি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -