মুম্বই: লকডাউনের জেরে বন্ধ শুটিং। কদ্দিন চলবে এই অবস্থা, তাও বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তীব্র সঙ্কটে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু কর্মী, যাঁদের সংসার চলে দৈনিক বেতনে।
কীভাবে চলবে তাঁদের সংসার, তা আপাতত বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। ‘অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন’-এর সঙ্গে যুক্ত এ ধরনের কর্মীদের একটি তালিকা তৈরি হয়েছে। প্রতি মাসে তাঁদের কাছে রেশন পৌঁছে দেওয়ার ভার নিলেন অমিতাভ বচ্চন। তাঁর সহযোগী হিসেবে রয়েছে দুটি সংস্থা - সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্স। সোনি পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লক্ষ দৈনিক মজুরের পরিবারের হাতে মাসিক রেশন তুলে দেবেন বিগ-বি। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমেই এই পরিবারগুলির হাতে চাল-ডাল-সহ রেশনের বিভিন্ন প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হবে, বলে জানা গিয়েছে। খাবার ছাড়াও অর্থসাহায্যও করা হবে পরিবারগুলিকে।
এবার ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লক্ষ শ্রমিককে রেশন দেবেন অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 04:30 PM (IST)
‘অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন’-এর সঙ্গে যুক্ত এ ধরনের কর্মীদের একটি তালিকা তৈরি হয়েছে। প্রতি মাসে তাঁদের কাছে রেশন পৌঁছে দেওয়ার ভার নিলেন অমিতাভ বচ্চন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -