এই মন্তব্যের পর সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর যখন সাক্ষী মালিক দেশকে ব্রোঞ্জ এবং পিভি সিন্ধু যখন ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছে যান, তখন শোভা দে-কে পাল্টা কটাক্ষ করতে বাদ যাননি আমজনতা থেকে বিশিষ্ট ব্যক্তি কেউই।
খেলার বিষয় যথেষ্ট আগ্রহী অমিতাভ বচ্চনও। সাক্ষী এবং সিন্ধু-র অলিম্পিকের মঞ্চে সাফল্যের পর পাল্টা আক্রমণে বিঁধতে ছাড়েননি বিগ বি-ও। স্বাভাবিক ভাবেই বুধবার এবং বৃহস্পতিবার সাক্ষী এবং সিন্ধুর জয়ের পরও একাধিক টুইটে দেশের এই মেয়েদের জন্যে যে তিনি গর্বিত তা ও বলেন। এবার তিনি শোভা দে-কে সরাসরি আক্রমণ করে বলেন, খালি হাতে ফিরছে না ভারতীয় ক্রীড়াবিদরা। এবার তাঁরা ভারতে এলে তিনি তাঁদের সঙ্গে সেলফিও তুলবেন।
অবশ্য বচ্চনের এই পাল্টা কটাক্ষের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শোভা দে।