লাহৌর: সরকারি ক্ষতিপূরণ পেতে চার বছরের মেয়েকে খালের জলে ডুবিয়ে খুন করল বাবা। এমনই নৃশংস ঘটনা ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। জানা গেছে, শাহজাদ আহমেদের প্রায় ৭০ হাজার টাকা দেনা ছিল। সেই ধার শোধে অপারগ হয়ে টাকা জোগাড় করতে নিজের মেয়েকে খুন করে শাহবাজ আহমেদ নামে ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মেয়েকে খালের জলে ছুঁড়ে ফেলে অপহরণের মিথ্যে অভিযোগ দায়ের করে শাহজাদ। সে অভিযোগ করে, কোটলার কাছে জাখর গ্রামে স্কুলে যাওয়ার পথে তার মেয়েকে অপহরণ করা হয়েছে।
তদন্তে নেমে রণধীর গ্রামের কাছে খালে পুলিশ ওই শিশুর দেহ ভাসতে দেখে উদ্ধার করে। এরপরই পুলিশ শাহজাদকে জেরা শুরু করে। জেরায় নিজের অপরাধ শাহজাদ কবুল করেছে বলে পুলিশ জানিয়েছে। জেরায় সে জানিয়েছে, পঞ্জাব সরকার অপহৃত শিশুদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়। এই ক্ষতিপূরণ পাওয়ার লোভেই সে মেয়েকে খুন করেছে।
এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। উল্লেখ্য,পঞ্জাবে শিশু অপহরণের ঘটনা বেড়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পরিবারগুলিকে বিশেষ ক্ষতিপূরণের ঘোষণা করেছে পঞ্জাব সরকার।
পাকিস্তানে সরকারি ক্ষতিপূরণের লোভে মেয়েকে খালের জলে ডুবিয়ে মারল বাবা
ABP Ananda, web desk
Updated at:
19 Aug 2016 05:03 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -