চেন্নাই: সদ্যই সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন (R Ashwin)। ইতিমধ্যেই দেশেও ফিরেছেন তিনি। ভারতের (Indian Cricket Team) দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারকা বোলার। তাঁর বিদায়বেলায় স্বাভাবিকভাবেই শুভেচ্ছার ঢল। অশ্বিনের বিদায়লগ্নে তাঁকে কারা ফোন করেছিলেন জানেন?
নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেন অশ্বিন। সেখানে তাঁর কল লগের ছবি শেয়ার করেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ক্রিকেটার। সেই কল লগে তাঁর বাবার পাশাপাশি দুই কিংবদন্তির নাম জ্বলজ্বল করছে। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর ও কপিল দেব, ভারত তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম। সেই ছবি পোস্ট করে অশ্বিন লেখেন, 'কেউ যদি ২৫ বছর আগে আমায় বলত যে আমার হাতে স্মার্টফোন থাকবে এবং ভারতীয় ক্রিকেটার হিসাবে আমার কেরিয়ারের শেষদিনে আমার কল লগটা এমন দেখাবে, ঠিক তখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। ধন্যবাদ সচিন তেন্ডুলকর ও কপিল দেব।'
হঠাৎই সিরিজ়ের মাঝপথে অবসর নিয়েছেন অশ্বিন। তাঁর অবসরের ঘটনা নিয়ে না না মহলে জল্পনা শোনা যাচ্ছে যে দলের অন্দরমহলের পরিবেশ ভাল নেই। সিনিয়রদের সঙ্গে ম্যানেজমেন্টের বিবাদ রয়েছে। এই জল্পনাই আরও উস্কে দিয়ে অশ্বিনের বাবা দাবি করেন তাঁর ছেলে প্রতিপদে অপমানিত হচ্ছিল।
এক সাক্ষাৎকারে বিশ্বজয়ী স্পিনারের বাবা বলছেন, 'আমিও অনেক পরেই জানতে পারি অবসরের কথাটা। আমি নিজেও কিছুটা অবাকই হয়েছিলাম। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা ভাল মনে করেছে সেটাই করেছে। আমি খুশি। তবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতেই পারত।' বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন অশ্বিন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল গোটা পরিবার। চেন্নাই বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল ৫৩৭ টেস্ট উইকেটের মালিককে। অশ্বিনের বাবা বলেন, 'যেভাবে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছিল, তাতে আমি আন্দাজ পেয়েইছিলাম যে হয়ত খুব দ্রুত অবসব নিতে পারে। আর কতদিন এভাবে অপমানিত হতে থাকবে ও! নিজেই সিদ্ধান্ত নিয়েছে হয়ত।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ম্যাকস্যুইনি বাদ, ৭০ বছরে কনিষ্ঠতম ব্যাটারকে টেস্ট অভিষেক ঘটানোর সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া!