মুম্বই: 'আমি বিশ্বাস করি জীবনে কোনও চ্যালেঞ্জ এত বড় নয় যে এটি আমাদের আশাগুলোকে ছোট করে দিতে পারে এবং কোনও আশা এত ছোট নয় যে জীবনের চ্যালেঞ্জগুলো তার সামনে বড় হয়ে ওঠে। এর বাস্তব জীবনের উদাহরণ হল আকাশ ওয়াঘমারে,' কৌন বনেগা ক্রোড়পতি ১৩-এর মঞ্চে এভাবেই প্রতিযোগীকে আহ্বান জানান শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। 


২৭ বছর বয়সী আকাশ পুণের বাসিন্দা। পেশায় সে একজন ডেলিভারি বয়। থাকার জায়গা বলতে একটি নির্মীয়মান বহুতল। জীবনের হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি স্বপ্ন দেখেন নিজেকে প্রতিষ্ঠিত করার। কাজের পাশাপাশি তিনি পুলিশের সাব-ইনস্পেক্টরের চাকরির জন্যও প্রস্তুতি নিচ্ছেন। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে যদি ভাল অঙ্কের পুরস্কার তিনি জিততে পারেন তাহলে পরিবারকে সাহায্য করতে পারবেন। 


আকাশের ইচ্ছা যে তিনি একদিন টেকআউট খাবার অর্ডার করবেন, খাবার তাঁর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং ডেলিভারি কর্মীকে তিনি নিজে টিপ দেবেন। তবে এমন ইচ্ছে পূরণ তাঁর সামর্থের বাইরে। 


নিজের ইচ্ছার কথা জানিয়ে আকাশ বলেন, 'বিগত ৫ মাস ধরে আমি একটা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে কাজ করছি। মাঝে মাঝে ইচ্ছে হয় আমি যেমন অন্যদের খাবার পৌঁছে দিই তেমন আমাকেও কেউ খাবার পৌঁছে দিক, এবং আমি তাকে টিপ দেব। কিন্তু, তা আমার সামর্থের বাইরে, আমাদের বাড়িতে যা রান্না হয় তাই খাই আমরা। গত ১ বছর ধরে আমরা একটা নির্মীয়মান বহুতলে থাকছি। একটু সমস্যা হয় কিন্তু আমরা খুশি যে গোটা পরিবার একসঙ্গে থাকছি।'


এ প্রসঙ্গে শোয়ের সঞ্চালক অভিনেতা অমিতাভ বচ্চন বলেন, 'এটাই ভাগ্যের পরিহাস। যে সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেয়, সে নিজেই পছন্দের বিরিয়ানি অর্ডার করতে পারে না। এবং আমি তোমাকে জানাতে চাই যে আজ তোমার জন্য একজন ডেলিভারি কর্মী এই কাজটি করবেন। আজকের রাতের খাবার তোমার কাছে ডেলিভার করা হবে।'


এরপরই ছিল আসল চমক। প্রতিযোগীর জন্য নিজেই ডেলিভারি বয় সাজলেন বিগ বি। বলেন, 'আমি তোমার ডেলিভারি পার্সোনেল। আর এই রইল তোমার জন্য আজকের খাবার। তোমার ডেলিভারি কর্মীর দ্বারা তোমার ইচ্ছে পূরণ করা হল।'


আপ্লুত আকাশের যেন এ কথা বিশ্বাসই হয়নি। 'এটা আমার জন্য সর্বোচ্চ সম্মান। আমি গোটা জীবনে এত সম্মান কখনও পাইনি। অসংখ্য ধন্যবাদ।'


আকাশের মা অমিতাভ বচ্চনকে বলেন, 'আমার ছেলে আপনার সামনে বসে আছে, আমি তাতেই কোটিপতি হয়ে গেছি।'