নয়াদিল্লি: ২৭ নভেম্বর, ১১৪ তম জন্মবার্ষিকী প্রখ্যাত ভারতীয় কবি হরিবংশ রাই বচ্চনের (Harivansh Rai Bachchan)। বাবার জন্মদিনে তাঁকে স্মরণ করে নিজের ব্লগে একটি আবেগঘন নোট লিখলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
নিজের অফিসিয়াল ব্লগে বাবার সঙ্গে অদেখা একটি ছবি পোস্ট করলেন বিগ বি। সঙ্গে লিখলেন একটি ক্যাপশন। কী বললেন সেখানে? অমিতাভ লিখছেন, 'আমার বাবা, আমার সবকিছু... ১৯০৭ সালের ২৭ নভেম্বর তাঁর জন্ম হয়... অর্থাৎ এই বছর তাংর ১১৪ তম জন্মবার্ষিকী... বাবা এখন স্বর্গে আমার মায়ের সঙ্গে, ওখানে উদযাপন করছেন... যেমন আমরা করছি, চিন্তায় কথায় এবং কাজে।'
একই সঙ্গে ব্লগে তিনি লেখেন, 'সেই বিরল মুহূর্তগুলি যখন কেউ নিজেদের বাতাসের বিরুদ্ধে ছুটে আসতে দেখে আমাদের মধ্যে দূরত্ব রোধ করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটি বন্ধ করে দেয়। আমার বিবাহের দিন এবং তার পূর্ণতার অভিব্যক্তি কেবল অভিনন্দনের নয় বরং বিশ্বাস, উচ্ছ্বাস, প্রেম এবং আবেগের চূড়ান্তের মুখোমুখি হওয়ার।' সবশেষে অভিনেতা লেখেন, 'শান্তি ও ভালবাসায় থেকো।'
অন্যদিকে কর্মক্ষেত্রে, অমিতাভ বচ্চনকে দেখা যাবে আগামী বেশ কিছু ছবিতে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra), 'মে ডে' (Mayday), 'গুড বাই' (Good Bye), 'ঝুন্ড' (Jhund), 'দ্য ইন্টার্ন' (The Intern) ইত্যাদি।