নয়াদিল্লি: জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan) করোনা আক্রান্ত। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত 'বিগ বস তামিল ৫'-এর (Bigg Boss Tamil 5) সঞ্চালনা করার জন্য প্রবীণ অভিনেত্রী রাম্যা কৃষ্ণণকে (Ramya Krishnan) বছেছেন অনুষ্ঠান নির্মাতারা। শুরু থেকেই অনুষ্ঠানটির সঞ্চালনা করে আসছেন কমল হাসান। তবে বর্তমানে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


অভিনেতা অসুস্থ হওয়ার পর শোনা গিয়েছিল যে তাঁর বদলে অনুষ্ঠানের সঞ্চালনা করবেন কন্যা শ্রুতি হাসান (Shruti Haasan)। বলা হচ্ছিল যে শ্রুতি ও বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi) অনুষ্ঠান সঞ্চালনার জন্য বলেছিল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Bigg Boss 15: স্বামী রিতেশকে নিয়ে বিগ বসে ১৫-তে রাখি, সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু


তবে সম্প্রতি চ্যানেলের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে ঘোষণা করা হয় যে রাম্যা কৃষ্ণণ এখন কিছুদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন। 'হে রাম' অভিনেতা বন্ধু রাম্যার পরিচয় দিয়ে জানান যে তাঁর সুশ্রুষা চলাকালীন রাম্যাই শো এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে কোনও বিরতি ছাড়াই অনুষ্ঠানের হাল ধরার জন্য রাম্যাকে ধন্যবাদও জানান তিনি।


করোনায় আক্রান্ত হওয়ার কারণে অন্তত দু সপ্তাহ চিকিৎসাধীন থাকবেন অভিনেতা কমল হাসান। এদিন শ্রুতি হাসান নিজের টুইটার হ্যান্ডলে বাবার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানান। তিনি লেখেন, 'সবাইকে ধন্যবাদ, যাঁরা বাবার শারীরিক অসুস্থতায় সুস্থতার প্রার্থনা করেছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আশা করছি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।' প্রসঙ্গত, এই মুহূর্তে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন কমল হাসান। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা ক্রমশ সুস্থতার দিকে যাচ্ছেন।


আরও পড়ুন: ঠিক যেন স্বপ্ন পূরণ, স্টেবিন বেনের নতুন গানে সঙ্গত দিলেন শ্রেয়া ঘোষাল