কলকাতা: প্রায় বছর চারেক পর ফের একসঙ্গে বড়়পর্দায় দেখা যাবে মীর ও স্বস্তিকাকে। নিজের স্বামীকে রক্ষা করতে পারবে সর্বজয়া? কমল হাসানের অনুপস্থিতিতে কে হবেন 'বিগ বস তামিল ৫'-এর নতুন সঞ্চালক? এক ঝলকে দেখে নিন, বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল আজকে।


পর্দায় ফের মীর-স্বস্তিকা জুটি


দুর্গোৎসবের প্রেক্ষাপটে না বলা কিছু অভিমানী কথার মনকেমনের গল্প বলবে 'বিজয়ার পরে'। প্রত্যেক সাধারণ মানুষের জীবনেই কিছুই না বলা কথা থাকে। কেউ সময়ের অভাবে বলতে পারেন না তো কেউ শোনার মানুষের অভাবে বলে উঠতে পারেন না। দৈনন্দিন জীবনের সেই সকল অলকানন্দা, আনন্দ, মৃন্ময়ী, মিজানুরের গল্পই শোনা যাবে নতুন পরিচালক অভিজিৎ শ্রী দাসের আগামী ছবি 'বিজয়ার পরে... autumn flies'-এ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মমতা শঙ্কর (Mamata Shankar), দীপঙ্কর দে (Dipankar De), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও মীর আফসার আলিকে (Mir Afsar Ali)।


সর্বজয়ার লড়াই


জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সর্বজয়া'-এর সেট মেতেছে রাস উৎসব পালনে। কিন্তু উৎসবের আনন্দের আড়ালেই তৈরি হচ্ছে বড়সড় ছক। পরিবারের উৎসব পালনের সুযোগে চিরকালের মতো নিজের রাস্তা পরিষ্কারের সিদ্ধান্ত নেয় মনোসিজ। আর সেটা কীভাবে করবে বলে ভাবে সে? সর্বজয়ার স্বামী সঞ্জয়কে মেরে ফেলার চেষ্টা করে সে? এমনিতেই এখন অক্ষম সঞ্জয়। হুইলচেয়ারেই তাঁর দিন কেটে যায়। তাঁকে সেই অবস্থায় সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মনোসিজ। সঠিক সময়ে সর্বজয়া কি এই দুর্ঘটনা আটকাতে পারবে?


'উমা' কাহিনি


অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে উমার দিদি সোমা। কিন্তু উমা এবং অভিমন্যু জানতে পেরেছে যে পাত্রের আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমাকে বিয়ে করতে হাজির হয়েছে সে। তার আসল রূপ জানতে পেরে উমা ও অভি বদ্ধপরিকর যে ভুল মানুষের সঙ্গে কিছুতেই দিদির বিয়ে দেবে না। উমা বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সে স্থির করে ভাল যোগ্য পাত্র খুঁজেই ওই মণ্ডপে ওই লগ্নেই দিদির বিয়ে দেবে সে। কিন্তু আদৌ কি সে নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে পারবে? 


আরও পড়ুন: Antim Release: প্রেক্ষাগৃহের মধ্যেই ফাটছে শব্দবাজি, অনুরাগীদের এমন 'মজা' থেকে বিরত থাকার অনুরোধ সলমন খানের


'বিগ বস তামিল ৫'-এর সঞ্চালনায় কে?


জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan) করোনা আক্রান্ত। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত 'বিগ বস তামিল ৫'-এর (Bigg Boss Tamil 5) সঞ্চালনা করার জন্য প্রবীণ অভিনেত্রী রাম্যা কৃষ্ণণকে (Ramya Krishnan) বেছেছেন অনুষ্ঠান নির্মাতারা। অভিনেতা অসুস্থ হওয়ার পর শোনা গিয়েছিল যে তাঁর বদলে অনুষ্ঠানের সঞ্চালনা করবেন কন্যা শ্রুতি হাসান (Shruti Haasan)। বলা হচ্ছিল যে শ্রুতি ও বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi) অনুষ্ঠান সঞ্চালনার জন্য বলেছিল কর্তৃপক্ষ। তবে সম্প্রতি চ্যানেলের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে ঘোষণা করা হয় যে রাম্যা কৃষ্ণণ এখন কিছুদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন।


প্রেক্ষাগৃহে আতস বাজি


২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। এতদিন পর বড়পর্দায় ভাইজানকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। তাদের মধ্যে একদল অনুরাগীদের উচ্ছ্বাস ছাপিয়ে গেল সাধারণের গণ্ডি। প্রেক্ষাগৃহের মধ্যেই রীতিমতো বাজি ফাটিয়ে উদযাপন চলল। রুপোলি পর্দায় দুই বছর পর পছন্দের তারকা ফিরতেই অন্ধকার হলে চলল মহোৎসব, দুমদাম ফাটতে থাকল বিভিন্ন শব্দবাজি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন স্বয়ং সলমন খান। অনুরাগীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন যেন তাঁরা এমন কাজ  বন্ধ করেন। এমন কাণ্ডে গুরুতর অঘটন ঘটতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। 


বক্স অফিসে কতটা সফল 'অন্তিম'?


বক্স অফিস কালেকশনের রিপোর্ট অনুযায়ী কেমন ব্যবসা করল ভাইজানের ছবি? সূত্রের খবর, 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' প্রথমদিনে ব্যবসা করেছে ৪.২৫ থেকে ৪.৫০ কোটি টাকার মতো। ছবি নির্মাতারা আশা করছেন শনিবার এবং রবিবার এই ছবির বক্স অফিস কালেকশন আরও ভাল হতে চলেছে। একদিন আগে মুক্তি প্রাপ্ত 'সত্যমেব জয়তে ২' যদিও আশা পূরণ করতে পারেনি।


শ্যুটিং শেষে জাহ্নবীর বার্তা


সম্প্রতি অভিনেত্রী জাহ্নবী কপূর তাঁর আগামী ছবি 'মিলি'-র শ্যুটিং শেষ করেছেন। বাবা বনি কপূরের সঙ্গে এটিই তাঁর প্রথম ছবি। তাই বাবার উদ্দেশে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। তিনি লেখেন, 'বুঝতে পারছি, কেন এতদিন সবাই বলে এসেছেন যে, একটা ছবি তৈরির সময় তুমি তোমার হৃদয় এবং আত্মা পুরোটাই ছবির জন্য উৎসর্গ করে দাও। প্রতিটা ছবিই কীভাবে তোমার কাছে বিশেষ হয়ে ওঠে। তাই তোমার সঙ্গে প্রথমবার কাজ করা এই ছবি আমার কাছে বিশেষ। '