মুম্বই: বলিউডের একমাত্র ‘মোগাম্বো’ অমরীশ পুরীর নাতি বর্ধন পুরী এবার বড় পর্দায় আসছেন। রোম্যান্টিক থ্রিলার ছবি ইয়ে সালি আশিকি-তে তাঁকে দেখা যাবে। বর্ধন বলেছেন, অভিনয় ক্ষমতা তিনি পেয়েছেন ঠাকুর্দার কাছ থেকে, তাঁর দেওয়া পরামর্শ আজীবন তাঁর মনে থাকবে।

বর্ধন বলেছেন, ঠাকুর্দা আমার সঙ্গে সিনেমার ব্যাপারে কথা বলতেন। উনি থিয়েটার থেকে সিনমায় এসেছিলেন, বলতেন, যাঁরা এভাবে মঞ্চ থেকে বড় পর্দায় এসেছেন, তাঁরা বেশিরভাগই পরে থিয়েটারের কথা ভুলে যান। তাঁদের ব্যবহারও বদলে যায়। এমনটা হওয়া উচিত নয়। তিনি বলতেন, পেশাদার হওয়া এক কথা কিন্তু স্টারডমকে নিজের ওপর চেপে বসতে দেওয়া ঠিক না। মঞ্চের সেই অভিনেতাকে ভেতরে বাঁচিয়ে রাখা উচিত। নিজের শেকড়ের সঙ্গে জুড়ে থাকলে অসফলতার আঘাত কম হয়। ঠাকুর্দা তাঁকে যা কিছু বলেছেন, শিখিয়েছেন সব কিছু পালন করবেন তিনি।


প্রয়াত অমরীশ পুরীর সব সিনেমা তিনি দেখিয়েছেন বলে বর্ধন জানিয়েছেন। তা দেখাই অভিনেতা হওয়ার জন্য তাঁর সব থেকে বড় শিক্ষা। ঠাকুর্দা তাঁকে বলেন, অভিনয়ের প্রস্তুতি সব থেকে গুরুত্বপূর্ণ, তাতে সম্পূর্ণ মনঃসংযোগ করা উচিত। তাঁদের গোটা পরিবার থিয়েটারের সঙ্গে যুক্ত, সকলে থিয়েটারে অভিনয় করেন। মঞ্চ তাঁর কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য মাধ্যম। তাঁর ওপর কোনও চাপ নেই তবে পরিবারের ঐতিহ্যের প্রকৃত উত্তরাধিকারী হয়ে উঠতে চান তিনি।

২২ তারিখ মুক্তি পাবে তাঁর প্রথম ছবি ইয়ে সালি আশিকি। ছবির নায়িকা নবাগত শিবালিকা ওবেরয়। দেখুন ছবির ট্রেলার।