মুম্বই: বলিউডে কেরিয়ার গড়া নিয়ে তুলনা করলে শ্রীদেবীর সঙ্গে অমৃতা সিংহের কোনও তুলনাই চলে না। কিন্তু অতীতদিনের দুই নায়িকাই নিজের নিজের মেয়েকে নিয়ে অসম্ভব পজেসিভ। শ্রীদেবী তো জানিয়েই দিয়েছিলেন, তিনি চান মেয়ে জাহ্নবীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাক। এবার অমৃতাও তাঁর মেয়ে সারা আলি খানকে জানিয়ে দিয়েছেন, ছেলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি মেশামেশি তাঁর একেবারেই না-পসন্দ।



শিগগিরই বলিউডে পা রাখছেন সারা। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কেদারনাথ ছবিতে দেখা যাবে তাঁকে। কংগ্রেসের সুশীল শিন্ডের নাতি বীর পাহাড়িয়া ও অনিল কপূরের ছেলে হর্ষ বর্ধনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহু কথা শোনা যাচ্ছে। কিন্তু অমৃতার পছন্দ নয়, মেয়ে ছবি ছাড়া অন্য কারণে হেডলাইনে থাকুন। তাই ছেলেদের সঙ্গে বাড়াবাড়িরকম ঘোরাফেরা করতে মেয়েকে পরিষ্কার না করে দিয়েছেন তিনি।

কেদারনাথে সারার অভিনয়ের কথা যখন চূড়ান্ত হয়, তখন ছবির পরিচালক অভিষেক কপূর ও নায়ক সুশান্তের সঙ্গে তিনি নৈশভোজে গিয়েছিলেন। অমৃতাও গিয়েছিলেন সঙ্গে।