কলকাতা: চলতি বছরের জুলাই মাসেই নাকি গাঁটছড়া বাঁধছেন অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। আর তার আগে, বিদেশে একটি বিলাসবহুল দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের আয়োজন করতে চলেছেন মুকেশ অম্বানি (Mukesh Ambani) ও নীতা অম্বানি (Nita Ambani)। রাধিকা-অনন্তের প্রথম প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়েছিল তাঁদের ছোটবেলার স্মৃতিমেদুর জামনগরে। আর দ্বিতীয় অনুষ্ঠান নাকি হবে ইতালিতে। 


শোনা যাচ্ছে, ২৮ থেকে ৩০ মে পর্যন্ত চলবে এই প্রাক-বিবাহ অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দিতে বিদেশে পাড়ি দিয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কপূর (Ranbir Kapoor), সলমন খান (Salman Khan) ও অন্যান্য অভিনেতারা। শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে যোগ দেবেন শাহরুখ খানও (Shah Rukh Khan)।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাধিকা-অনন্তের প্রিওয়েডিংয়ের একটি কার্ড। সেখান থেকেই জানা যাচ্ছে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। 


চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই জামনগরে প্রথম প্রি-ওয়েডিং সেরেছিলেন রাধিকা আর আনন্দ। গুজরাতের জামনগরে রাজকীয় সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগৎ বা রাজনীতিতেরও একাধিক ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অনন্ত-রাধিকার এই প্রিওয়েডিংয়ের টুকরো টুকরো কিছু ছবি। ৫১ হাজার মানুষের অন্নসেবা থেকে শুরু করে বিভিন্ন চোখ ধাঁধানো আয়োজন হয়েছিল জামনগরে। 


শোনা যাচ্ছে, রাধিকা অনন্তের এই দ্বিতীয় প্রিওয়েডিংয়ে উপস্থিত থাকবেন প্রায় ৮০০ অতিথিরা। ৬৬০ জন কর্মচারীরা নিয়োজিত থাকবেন এই সমস্ত অতিথিদের সেবায়। কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই দেখা তাঁদের দায়িত্ব। বিশেষ এক থিমে সাজিয়ে তোলা হবে দক্ষিণ ফ্রান্সের বিশেষ এই ভ্যেনু। ৩ দিনের অনুষ্ঠানে থাকবে নাম জানা বা অজানা বিভিন্ন প্রদেশের মেনু। অতিথিদের জন্য থাকবে থিমের সঙ্গে মানাসই থাকার ব্যবস্থা। শোনা যাচ্ছে শাহরুখ খান, আমির খান সহ একাধিক অভিনেতারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।


 






আরও পড়ুন: Aahana at Kolkata: হঠাৎ কলকাতায় অহনা, চড়লেন হলুদ ট্যাক্সিতে, পুজো দিলেন কালীঘাটে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।