মুম্বই: বিনা নিমন্ত্রণে প্রবেশ, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের। মুম্বইয়ের বান্দ্রা-কুরলার 'জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার'-এ (Jio World Convention Centre) চলছে দেশের শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের অনুষ্ঠান। সেখানেই নাকি বিনা আমন্ত্রণে, বিনা অনুমতিতে প্রবেশ করলেন দু'জন, যাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিনা অনুমতিতে বিয়েবাড়িতে প্রবেশ, পুলিশের জালে ২
একজন ২৬ বছর বয়সী ইউটিউবার, নাম ভেঙ্কটেশ নারাসাইয়া অল্লুরি ও অপরজন ২৮ বছর বয়সী ব্যবসায়ী, নাম লুকমন মহম্মদ শাফি শেখ। দু'জনেই অন্ধ্রপ্রদেশ থেকে পৌঁছন মুম্বই, অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু গোটাটাই বিনা অনুমতিতে। তবে পুলিশ দুই অভিযুক্তকেই ছেড়ে দেয় বলে খবর। তার আগে তাঁদের নোটিস দেওয়া হয় এবং দুই ক্ষেত্রেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, খবর মুম্বই পুলিশ সূত্রে।
আজ অনন্ত-রাধিকার 'মঙ্গল উৎসব'
আজ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের 'মঙ্গল উৎসব'। রিসেপশন পার্টির মাধ্যমে শেষ হবে দীর্ঘ এই বিবাহ উৎসব। গত ১২ জুলাই বিয়ে সেরেছেন তাঁরা। এরপরের দিনই তাঁদের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হন। আশীর্বাদ করেন নবদম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় এখন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের নানা অনুষ্ঠানের ভিডিও ও ছবিতে ছেয়ে গেছে। নানা সময়ের নানা মিষ্টি মুহূর্ত হয়েছে ক্যামেরাবন্দি। তারই মধ্যে অন্যতম রাধিকা মার্চেন্টের 'বিদাই'র মুহূর্ত অর্থাৎ যখন তিনি বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন।
আরও পড়ুন: 'Maharaj': জয়দীপ নন, 'মহারাজ' সিনেমার খলনায়কের চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ইরফান খান
যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট ধীরে ধীরে হেঁটে এগিয়ে চলেছেন, সঙ্গে বরের বাবা, মুকেশ আম্বানি। স্বাভাবিকভাবেই আবেগঘন কনে, তাঁর চোখে জল, এক ব্যক্তি তাঁর হাতে তুলে দেন রুপোর প্রদীপ। এরপর সকলের দিকে করজোড়ে অভিবাদন জানাতে দেখা গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।