মুম্বই: সম্প্রতি বিয়ে সেরেছেন মুকেশ-পুত্র (Mukesh Ambani) অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। যে উৎসবের রেশ এখনও কাটেনি। সোশ্যাল মিডিয়ায় এখনও ছেয়ে আছে তাঁদের বিয়ের নানা দিনের অনুষ্ঠানের নানা মুহূর্ত। এরই মাঝে বিয়েবাড়ির অন্দরের এক বিশেষ তথ্য এল প্রকাশ্যে। জানা যাচ্ছে যে 'জওয়ান' পরিচালক অ্যাটলির (Atlee) পরিচালনায় একটি মিনিট দশেকের অ্যানিমেশন ফিল্ম (Animated movie) তৈরি করা হয়েছে যেখানে কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
অনন্ত-রাধিকার বিয়ের জন্য ১০ মিনিটের একটি অ্যানিমেটেড ছবি তৈরির দায়িত্বে অ্যাটলি!
অনন্ত ও রাধিকার বিয়ের (Anant Radhika Wedding) অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, যিনি 'বিয়ার বাইসেপস' (Beer Biceps) নামে জনপ্রিয়। তিনদিন ধরে চলা এই এলাহি বিবাহ অনুষ্ঠানের অন্দরের এক অজানা তথ্য দেন তিনি। তিনি আমেরিকান কমেডিয়ান ও অভিনেতা আকাশ সিংহের পডকাস্টে বলেন, 'বিয়েবাড়ির দ্বিতীয় দিনে বিয়ের মধ্যেই ওঁরা একটি ১০ মিনিটের সিনেমা রিলিজ করেন, অতিথিদের জন্য। অ্যাটলির পরিচালনায় তৈরি এটি একটি অ্যানিমেটেড সিনেমা ছিল, অমিতাভ বচ্চন ওই সিনেমায় কণ্ঠ দান করেছেন। সমস্ত ইভেন্টের অংশ হিসেবে বিয়ের জন্য একটি মাইক্রো-মুভি ছিল সেটা।'
কেমন ছিল এই বিশাল বিয়েবাড়ির 'বারাত'? রণবীর বলেন, 'ওখানে একটা বিশাল রাস্তা তৈরি করা হয়েছিল, এবং সেই রাস্তাজুড়ে একাধিক স্টেশন মতো ছিল। আর প্রত্যেক স্টেশনে একজন করে তারকা সঙ্গীতশিল্পী ছিলেন'। তিনি আরও বলেন, 'আমি ওই স্টেশনগুলোর কথা জীবনেও ভুলতে পারব না। সাধারণ বিয়েবাড়িতে, মানুষ ভিড়ের সঙ্গে এমনি হেঁটে এগিয়ে যান। কিন্তু ওখানে ভিড় প্রত্যেকটা স্টেশনে থামছিল, ছোটখাটো একটা কনসার্ট মতো হচ্ছিল, শিল্পীও মজছিলেন, এবং বরযাত্রীর প্রত্যেকে উন্মাদনায় ডুবছিলেন।'
আরও পড়ুন: 'Pushpa 2' Release Date: অভিনেতা-পরিচালকের দ্বন্দ্ব? ফের পিছিয়ে যাচ্ছে 'পুষ্পা ২' মুক্তির তারিখ?
১২ জুলাই মুম্বইয়ে বিয়ে সারেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তারকা খচিত ছিল সেই অনুষ্ঠান বাড়ি। শাহরুখ খান, সলমন খান-সহ একাধিক বলিউড তারকা তো ছিলেনই, সেই সঙ্গে সচিন তেণ্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনির মতো ক্রীড়াবিদ ও আন্তর্জাতিক তারকা যেমন জন সিনা, কিম কার্দাশিয়ান উপস্থিত ছিলেন এই বিয়েবাড়িতে। উদযাপনের শেষ দিনে এই বিয়েবাড়ির সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান অনন্ত আম্বানি। মুম্বই পুলিশ ও মিডিয়াকেও ধন্যবাদ জানান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।