মুম্বই : বৃহস্পতিবার অনন্যা পাণ্ডেকে (Ananya Panday) একপ্রস্থ জিজ্ঞাসাবাদের পর ফের শুক্রবার টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলায় যোগ থাকার কারণেই তাঁকে এই জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এখানেই শেষ নয়। আগামী ২৫ অক্টোবর ফের একবার অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনসিবি।


 


এএনআই সূত্রে জানা যাচ্ছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আগামী ২৫ অক্টোবর সোমবার বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায়।


আরও পড়ুন - Sara Ali Khan Update: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার সারা আলি খান


আরও পড়ুন - Parineeti Chopra Birthday: অভিনব উপায়ে পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কপূর, বাদ যাননি অনুষ্কাও


এনসিবির পক্ষ থেকে অশোক মুথা জৈন একটি বিবৃতিতে জানিয়েছেন, 'সোমবার সকালবেলায় অনন্যা পাণ্ডেকে আরও একবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। এখনও তাঁকে জিজ্ঞাসাবাদে এমন কিছু পাওয়া যায়নি যা প্রকাশ্যে বলার সময় এসেছে।'



প্রসঙ্গত, বলিউজ অভিনেত্রী অনন্যা পাণ্ডের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট নজরে এসেছে এনসিবি কর্তাদের। যেখানে নাকি অনন্যা পাণ্ডে এবং আরিয়ান খান মাদক নিয়ে আলোচনা করছিলেন। আরিয়ান খানের মামলার শুনানির সময় তার কপি আদালতকে দেওয়া হয়। বৃহস্পতিবার এনসিবির আধিকারিকরা যান অনন্যা পাণ্ডের বাড়িতে। সেখান থেকে অভিনেত্রীর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার সকালে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন এনসিবি আধিকারিকরা। ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান। তারপর তারা সোজা চলে যান মন্নতে। এনসিবি আধিকারিক বি বি সিংহর নেতৃত্বে অনন্যার বাড়িতে আসে টিম। এরপর বিকেল ৪টে নাগাদ এনসিবি দফতরে এসে পৌঁছন অনন্যা পাণ্ডে। সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডেও।