আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : আয়তনে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। সেই গোয়ারই এখন বিশাল ওজন। কারণ, আগামী বছর, সেখানে ভোট। তাই, সমুদ্র তীরবর্তী এই ছোট্ট জায়গাই এখন রাজনৈতিক দলগুলির পাখির চোখ। আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ৩১ তারিখ। তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। 


বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের নেতার। যোগ দিতে পারেন গোয়ার বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই, গোয়ায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট, প্রশান্ত কিশোরের সংস্থা, আইপ্যাকের প্রতিনিধিরা। ইতিমধ্যে এর আগে প্রসূণ বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারির মতো তৃণমূল বিধায়ক, সাংসদরা গোয়ায় বেশ কিছুদিন কাটিয়ে এসেছেন। যে সময় বেশ কিছু পরিচিত মুখ তৃণমূলে নামও লেখান।


সম্প্রতি, তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী, AICC-র প্রাক্তন সাধারণ সম্পাদক লুইজিনহো ফালেইরো। শুক্রবারই, তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সোমবার গোয়ায় পৌঁছচ্ছেন সৌগত রায়। সেখানে তৃণমূলের নতুন কর্মসূচি শুরু করবেন তিনি। যে কর্মসূচির নাম 'গোয়ায় নতুন ভোর'। তৃণমূল সাংসদ সৌগত রায় যে প্রসঙ্গে বলেছেন, 'গোয়ায় নতুন সকাল আনবে তৃণমূল।' যা নিয়ে অবশ্য রাজ্যের শাসকদলকে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি শিবির। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'ওই ধরণের মনোরম পরিবেশে কিছু লোক না থাকলে আনন্দ কীভাবে হবে? ছোট ছোট দলের থেকে লোক নেওয়ার চেষ্টা করবে।'


গোয়া সফরের আগে রবিবার থেকে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। যার জন্য এই মুহূর্তে চলছে প্রস্তুতি। প্রশাসনিক দায়িত্ব পালনের পরই তৃণমূল সুপ্রিমো নেমে পড়বেন দলের কাজে। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রেখেছিলেন এবার দেশজুড়ে খেলা হবে। সেই লক্ষ্যেই তৃণমূল কর্মী-সমর্থকরা কাজ শুরু করার পর এবার সেই কাজে নামলেন খোদ তৃণমূল সুপ্রিমো।


আরও পড়ুন- নজরে গোয়ার মসনদ, উত্তরবঙ্গ সফর শেষে প্রথম পশ্চিমী রাজ্যে পাড়ি মমতার


আরও পড়ুন- তৃণমূলে যোগ দিচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো