স্কুলে সারা আলি খান তাঁর সিনিয়র ছিলেন, জানালেন অনন্যা পান্ডে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2019 09:08 PM (IST)
বলিউডের দুই তারকা সারা আলি খান ও কার্তিক আরিয়ানের মধ্যের সম্পর্কের জল্পনা ইদানিং বেশ জোরদার হয়েছে।
মুম্বই: বলিউডের দুই তারকা সারা আলি খান ও কার্তিক আরিয়ানের মধ্যের সম্পর্কের জল্পনা ইদানিং বেশ জোরদার হয়েছে। এরইমধ্যেই এক সাক্ষাত্কারে এই ‘রিউমার্ড কাপলে’র সঙ্গে দারুণ সম্পর্ক থাকার কথা জানিয়েছেন বলিউডের উঠতি তারকা অনন্যা পান্ডে। অনন্যা বলেছেন, সারা স্কুলে তাঁর সিনিয়র ছিলেন। তাঁরা স্কুলের একই হাউসে ছিলেন এবং বহু নাটক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষের অনন্যার। তিনি কার্তিককে তাঁর অন্যতম বেস্ট ফ্রেন্ড বলেছেন। অনন্যা বলেছেন, ইন্ডাস্ট্রিতে আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন কার্তিক। ও খুব মজাদার এবং শ্যুটিংয়ের সময় আমাকে হাসায়। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। উল্লেখ্যস কার্তিকের সঙ্গে অনন্যাকে খুব শীঘ্রই ‘পতি পত্নী অউর ও’ সিনেমায় দেখা যাবে। গত বছরের ডিসেম্বরে সারা ইনস্টাগ্রামে নিজের ও সারার ছবি পোস্ট করে সারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।