নয়াদিল্লি: ব্রিটিশ এয়ারওয়েজের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘটের প্রথম দিনই মারাত্মক প্রভাব পড়ল। আজ ইংল্যান্ডের সব উড়ান বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। আগামীকালও চলবে এই ধর্মঘট। ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রায় তিন লক্ষ যাত্রীকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ দেড় হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটদের অভিযোগ, তাঁদের সংগঠনের প্রধানরা হেনস্থা করছেন। এরই প্রতিবাদে চলতি বছরের বাকি মেয়াদ পর্যন্ত ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ফলে সমস্যা কবে পুরোপুরি মিটবে, সে বিষয়ে নিশ্চয়তা মিলছে না।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিএএলপিএ-র ধর্মঘটের ফলে যাত্রীদের সমস্যা ও হতাশার বিষয়টি আমরা বুঝতে পারছি। কয়েকমাস ধরেই বেতন সংক্রান্ত বিরোধ মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তার ফলে এই পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা দুঃখিত। কোন পাইলটরা ধর্মঘটে যোগ দিচ্ছেন, সে বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। কতজন পাইলট কাজে যোগ দেবেন বা তাঁরা কোন বিমান চালাতে পারেন, সে বিষয়েও কিছু না জানার ফলে আমরা প্রায় ১০০ শতাংশ উড়ান বাতিল করতে বাধ্য হয়েছি। আমরা যাত্রীদের অর্থ ফেরত দেওয়া বা বিকল্প উড়ানের ব্যবস্থা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’