Aneek Dhar: হাজির বিশেষ কেক, অভিনব আয়োজনে ছেলের নাম জানালেন অনীক-দেবলীনা

Aneek Dhar's Son: দেবলীনা ও অনীক সদ্যজাতের নাম রেখেছেন 'আদবান'। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে, নাম আদ্যা। তার নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন তাঁরা।

Continues below advertisement

কলকাতা: পুত্রসন্তানের বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী অনীক ধর (Aneek Dhar)। সোশ্যাল মিডিয়ায় সেই খবর আগেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর এবার, সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী দেবলীনা ধর (Devleena Dhar)। সোশ্যাল মিডিয়ায় নবজাতককে আহ্বানের সেই ছবি শেয়ার করে নিলেন অনীক, সেই সঙ্গে জানালেন পুত্রসন্তানের নামও।

Continues below advertisement

দেবলীনা ও অনীক সদ্যজাতের নাম রেখেছেন 'আদবান'। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে, নাম আদ্যা। তার নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন আদবান। এই শব্দের অর্থ, সূর্য। সোশ্যাল মিডিয়ায় খুদের বাড়িতে অভ্যর্থনার ঝলক শেয়ার করে নিয়েছেন অনীক। নবজাতকের জন্য তৈরি করা হয়েছিল একটি বিশেষ কেক। সেখানে লেখা ছিল তার জন্মের সময়, জন্মের সময়ের উচ্চতা ও ওজন, জন্মতারিখ, বয়স এবং শুভেচ্ছাসহ শিশুর নাম।

পরিবারের সবার সঙ্গেই দেবলীনার ছবি শেয়ার করে নিয়েছেন অনীক। দেবলীনা ও আদ্যার কেক কাটার ছবি, বরণ করে আদবানকে ঘরে স্বাগত জানাচ্ছেন অনীকের মা.. এই সব ছবিতেই ভালবাসার বার্তা জানিয়েছেন অনুরাগীরা। নিজের সঙ্গেও দেবলীনা ও আদবানের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অনীক। 

একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে আদবানের। সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর আগেই জানিয়েছিলেন অনীক-দেবলীনা। খুব ঘটা করে সাধের অনুষ্ঠানও পালন করেছিলেন তাঁরা। সদ্য ৫ বছরের জন্মদিন গিয়েছে তাঁদের কন্যা আদ্যার। সেই অনুষ্ঠানও হয়েছিল ঘটা করে। ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখই হাজির ছিলেন অনীক কন্যার জন্মদিনে। আর তার কিছুদিনের মধ্যেই, বড় দিদি হল আদ্যা। পরিবারে এল নতুন সদস্য। 

২০১৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক ধর। ২০১৮ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। অগাস্ট মাসে রাখী পূর্ণিমার দিনে তাঁদের পরিবারে জন্ম নেয় আদ্যা। তার বছর পাঁচেক পর দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন শিল্পী। অনীক, দেবলীনা ও আদ্যার পরিবারে এবার ছোট্ট পুত্র সন্তানের সংযোজন। 

আরও পড়ুন: Swastika Exclusive: আলিয়ার নায়কের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা, নতুন থ্রিলারে থাকছেন টোটা-রাইমাও

                           

Continues below advertisement
Sponsored Links by Taboola