কলকাতা: সদ্য মা হয়েছেন তিনি, আর সেই কারণেই এখন তাঁর মেয়েকে ঘিরেই তাঁর জীবনের সবকিছু। সেই কারণেই, কেরিয়ারের লোভনীয় অফার ফিরিয়ে দিলেন, অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের (Maddock Horror Comedy Universe) অংশ হওয়ার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু শোনা যাচ্ছে, সেই অফার নাকি ফিরিয়ে দিয়েছেন কিয়ারা। তাঁর জায়গায় এখন দেখা যাবে অন্য অভিনেত্রীকে!
জানা যাচ্ছে, 'শক্তি শালিনী' (Shakti Shalin) সিনেমার মুখ্যচরিত্রে দেখা যাওয়ার কথা ছিল কিয়ারা আডাবাণীকে। কিন্তু তাঁকে এই চরিত্রে আর দেখা যাবে না। তাঁর জায়গায় দেখা যাবে, তুলনামুলক নতুন মুখ, অনীত পাড্ডা (Aneet Padda)-কে। এর আগে, অনীত পাড্ডা 'সাঁইয়ারা' (Saiyaara) ছবিতে অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। 'সাঁইয়ারা' ছিল অনীত পাড্ডার প্রথম ছবি। সেই সিনেমায় যথেষ্ট পাওয়ার পরেই নতুন ছবির অফার এসেছে অনীত পাড্ডার হাতে।'
থামা' ছবির পরে প্রকাশ্যে এসেছে 'শক্তি শালিনী'-র টিজার। আর সেখানেই, কিয়ারার বদলে দেখা গিয়েছে অনীত পাড্ডাকে। এখনও পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্স কেবল একটি ঝলক ছাড়া আর কিছুই প্রকাশ্যে আনেনি। তবে নতুন এই সিনেমায় যে আর কিয়াবা আডবাণীকে দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই, সেই বিষয়ে ইঙ্গিত স্পষ্ট। সেই জায়গায় দেখা যাচ্ছে অনীত পাড্ডার নাম।
অন্যদিকে, মেয়ে হওয়ার পরে এই প্রথম প্রকাশ্যে এলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। দীপাবলিতে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে একটি ছবির কোলাজ ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ আর কিয়ারা ২ জনেই হলুদ রঙের পোশাক পরেছেন। একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে হাসছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবি। আর সেখানেই, কিয়ারার গলায় নজর কেড়েছে 'মামা' লেখা হার। জীবনের নতুন অধ্যায়কে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন কিয়ারা। মেয়েকে ঘিরেই এখন তাঁর জীবনের সবকিছু। সেই কারণেই ছবির লোভনীয় অফার ছাড়তেও ২ বার ভাবেননি কিয়ারা।
সোশ্যাল মিডিয়ায় কিয়ারাকে দেখে উচ্ছ্বসিত সবাই। অনেকেই অপেক্ষা করছিলেন, মা হওয়ার পরে কিয়ারাকে দেখার জন্য। কিয়ারা প্রথম ছবি শেয়ার করাতেই দেখা গেল, তিনি মাতৃত্বের আভায় ঝলমলে।