কলকাতা: প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha)।  'Angry Rantman' বলেই তাঁকে এক ডাকে সবাই চেনেন। ফুটবলের পাশাপাশি  তাঁর ফিল্ম রিভিউ দেখার জন্য মুখিয়ে থাকত অনুরাগীদের দল। কিন্তু মাত্র ২৭ বছরেই চলে গেলেন তিনি। বুধবার সকাল ১০ টা ১৮ মিনিটে চির ঘুমের দেশে পাড়ি দেন এই তরুণ ইউটিউবার। অভ্রদীপের অফিশিয়াল পেজে ছবি শেয়ার করে একথা জানানো হয়েছে। 


চির ঘুমের দেশে জনপ্রিয় ইউটিউবার 'Angry Rantman' 


জানা গিয়েছে, অভ্রদীপ সাহার ওপেন হার্ট সার্জারি (Open Heart Surgery )করা হয়েছিল। কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে (Life Support System)-এ রাখা হয়। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হয়নি।  অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভ্রদীপের বাবা, সন্তানের শারীরিক অবস্থার খবর, 'Angry Rantman' -র অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তানের দ্রুত আরোগ্য কামনা করতে অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু মাল্টি অর্গান ফেলিওর হয়ে, শেষ অবধি 'Agry Rantman'  অভ্রদীপকে বাঁচানো সম্ভব হয়নি। 



সোশ্যালে বরাবরই সরব অভ্রদীপ


অভ্রদীপ সাহার ফেসবুক পেজে একের পর এক পোস্ট, খুবই শক্তিশালী। ম্যাচ শেষে,কিছু বলার আগে, দুবার ভাবেননি তিনি। বরং তাঁর প্রতিটা পোস্টে, বক্তব্য খুবই স্পষ্ট। আর বলার স্টাইল এতটাই মৌলিক, যে বরাবর মন ছুঁয়ে গেছে তামাম নেট দুনিয়ার। ইতিমধ্যেই দুঃসংবাদ পেতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে স্মৃতির শহরে ফিরছেন অনেকেই। তবে ফুটবল ম্যাচ, ফিল্মেই তিনি শুধু আটকে থাকেননি, তাঁর অফিশিয়াল পেজে ভিজিট করলে চোখে পড়ে একাধিক বিষয়। শো- টিকিটের দাম থেকে পপকর্ণের দাম আকাশ ছোঁয়া কেন ? এমনকি কর্মক্ষেত্রে, বেনিয়মের ইস্যুতেও প্রতিবাদ করে গিয়েছেন তিনি । 


ইউটিউবে ডেবিউ কবে ? 


অভ্রদীপ, ইউটিউবে তার ডেবিউটি করেছিলেন ২০১৭ সালের ১৮ অগাস্ট। 'Why I will not watch Annabelle Movie !'  এই ক্যাপশন দিয়েই মন খুলে ছিলেন তিনি। অভ্রদীপের ইউটিউবের সাবসক্রাইবার ৪৮১ হাজারের উপরে। এবং তাঁর ইনস্টা প্রোফাইলেও সংখ্যা কম নয়। সেখানেও ১ লক্ষ্যের উপরে রয়েছে ফলোয়ারের সংখ্যা। অভ্রদীপের প্রয়াণে, 'বড় তাড়াতাড়ি চলে গেলে ভাই..', শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম ক্রিটিক Sumit Kadel ।






আরও পড়ুন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, দীপিকার সন্তান আসছে সারোগেসির মাধ্যমে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।