মুম্বই : সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেতা অনিল কপূর (Anil Kapoor)। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা নির্মল কপূরের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন। এবং ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন যে, কী অদ্ভূত মিল। অনিল কপূরের এই ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।


আরও পড়ুন - Aryan Case Granted Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পরই কী করল ছোট্ট ভাই আব্রাম?


অভিনেতা হিসেবে অনিল কপূরের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কিন্তু তিনি যে সোশ্যাল মিডিয়াতেও কতটা সক্রিয় থাকেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই দেখা যায়। কখনও শ্যুটিং সেটের ছবি, কখনও আগামী ছবির পোস্টার। আবার কখনও নিজের নানা মুডের ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় 'নায়ক' অভিনেতাকে। এবারও তেমনই অনুরাগীদের সঙ্গে একটি বিশেষ ছবি ভাগ করে নিলেন অনিল কপূর। নিজের টুইটার হ্যান্ডলে মা নির্মল কপূরের একটি ছবি পোস্ট করেছেন। তার সঙ্গেই জুড়ে দিয়েছেন নিজের গোঁফ ছাড়া একটি ছবি। আর ছবিতে ক্যাপশনে তিনি লিখেছেন, 'কী অদ্ভূত মিল'। অনুরাগীরাও অনিল কপূরের সেই ছবিতে কমেন্ট বাক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কোনও অনুরাগী লিখেছেন, 'মায়ের মতো দেখা সৌভাগ্যের ব্যাপার'। আবার কোনও অনুরাগী লিখেছেন, 'মায়ের মতো ছেলে'। 



প্রসঙ্গত, গত মাসেই মায়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি এবং আবেগঘন বার্তা পোস্ট করেছিলেন অনিল কপূর। মায়ের ছবি দিয়ে লিখেছিলেন, 'আমাদের জীবনের সবথেকে বড় শক্তি। ভালোবাসা, ধৈর্য এবং অবিরত ভালো হওয়ার আশা দিয়ে আমাদের জীবন ভরিয়ে দাও। তোমার ছেলে হিসেবে সবসময় আশির্বাদ অনুভব করি। শুভ জন্মদিন মা।'


আরও পড়ুন - 14 Years of Jab We Met: 'যব উই মেট' ছবির জন্য কীভাবে করিনাকে রাজি করিয়েছিলেন শাহিদ কপূর?


এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অনিল কপূর। শেষবার তাঁকে অনুরাগ কাশ্যপের 'একে ভার্সেস একে'-তে দেখা গিয়েছিল। যা দেখা গিয়েছিল নেটফ্লিক্সে। এখন তিনি 'যুগ যুগ জিও', 'অ্যানিমল'-র মতো ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।