চেন্নাই: হাসপাতালে ভর্তি হলেন সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে 'থালাইভা'-কে। রজনীকান্তের স্ত্রী লতা জানিয়েছেন, রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে একদিন ভর্তি রাখা হবে।


 






 


গত ২৫ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সেখানেই দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় অভিনয় জগতের দিকপাল সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। তাঁকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানালেন মোহনলাল থেকে অমিতাভ বচ্চন। এদিন ভরা মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর রজনীকান্ত তা উৎসর্গ করলেন নিজের গুরুকে।


আরও পড়ুন: Cruise Drugs Case: বম্বে হাইকোর্টের নির্দেশনামা প্রকাশের পর জেলমুক্তি আরিয়ান খানের: মুকুল রোহতাগি


৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা এবং জামাই ধনুশ, যিনি নিজেও 'অসুরন' ছবির জন্য সেরা অভিনেতার বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। বলেন, 'আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যরকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে এবং আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়, যিনি আমার পিতৃতুল্যও বটে, আজ তাঁদেরকে খুব মনে পড়ছে। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন এবং আধ্যাত্মিকতা আমার মধ্যে ঢুকিয়েছিলেন।'


আরও পড়ুন: National Film Awards: 'গর্বিত মেয়ে, গর্বিত স্ত্রী', জাতীয় সম্মানপ্রাপ্ত রজনীকান্ত ও ধনুশের সঙ্গে ছবি পোস্ট ঐশ্বর্যের