কলকাতা: নতুন ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় তো তিনি রয়েছেনই। তবে ফের তাঁর কলমে নতুন গান। মুক্তি পেল নতুন ছবি 'অথৈ' (Othoi)-এর প্রথম গান, 'বহু বহু দিন পরে'। অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya) লেখা এই গানটি গেয়েছেন দুর্নিবার সাহা (Durnibar Saha) ও ঈক্ষিতা মুখোপাধ্যায় (Ikkshita Mukherjee)। আর দৃশ্যপটে ফুটে উঠেছে অর্ণ আর সোহিনীর প্রেমের গল্প। 


এই গানে ছত্রে ছত্রে যেন প্রেমের আঙ্গিকই তুলে ধরেছেন অনির্বাণ। মঞ্চ সফল নাটক 'অথৈ' কে মঞ্চে নিয়ে আসছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee)। এটাই তাঁর প্রথম ছবি পরিচালনা। এর আগে, একাধিক সফল নাটক পরিচালনা করেছেন অর্ণ। মঞ্চে 'অথৈ'-ও তারই পরিচালনা। আর এবার, সেই নাটককেই সিনেমার মোড়কে পর্দায় নিয়ে আসছেন অর্ণ। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব রয়েছে অনির্বাণের কাঁধে। তবে তাঁর পাশাপাশি, এই ছবির জন্য গানও লিখেছেন তিনি। আজ মুক্তি পেল প্রথম গান। 


কিংবদন্তি সাহিত্য 'ওথেলো'-র অনুকরণেই 'অথৈ'। ছবিতে অথৈ লোধা (Athhoi Lodha)-র ভূমিকায় দেখা যাবে অর্ণকে। 'ওথেলো'-র ইয়াগো চরিত্রটি এই গল্পে 'গোগো'। যাঁরা মঞ্চে 'অথৈ' দেখেছেন, তাঁদের মনে এই চরিত্রে অনির্বাণের ঠাণ্ডা ক্রুর অভিনয় দাগ কাটতে বাধ্য। পর্দাতেও এই 'গোগো'-র চরিত্রে দেখা যাবে অনির্বাণকেই। অন্যদিকে এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। 'ওথেলো'-র ডেসডিমোনা এখানে দিয়ামোনা। এই চরিত্রেই অভিনয় করছেন সোহিনী।  মূলত এই ত্রিকোণ সমীকরণই এগিয়ে নিয়ে যাবে 'অথৈ'-কে। 


১৮ জুন এসভিএফের প্রযোজনায়, বড়পর্দায় মুক্তি পাবে 'অথৈ'। এই ছবিটি নিয়ে 'অথৈ'-এর পরিচালক অর্ণ বলছেন, 'ওথেলোর মতো চিরনবীন একটা গল্পের মধ্যে দিয়ে আমরা মানুষের বিভিন্ন আবেগ, চরিত্রের ধূসর দিকগুলিকে ছবির পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। ভালবাসা, হিংসা আর লক্ষ্য.. এই তিনটি জিনিস যে মানুষের জীবনে কত উথাল-পাথাল ঘটাতে পারে। সেটাই এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।' 


 






আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।