কলকাতা: দফায় দফায় বৈঠক, তবু কাটল না কর্মবিরতির জট। ২৯ তারিখ, সোমবার গোটা দিনই বন্ধ রইল টলিপাড়া। তবে দিনভর কখনও চলল পরিচালকদের মিটিং, কখনও আবার ফেডারেশনের প্রেস কনফারেন্স। দিন শেষে, আজকের মতো একটি শেষ কনফারেন্স করা হল পরিচালকদের তরফ থেকে। মুখ্য বক্তার ভূমিকায় ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য্য, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, অঞ্জন দত্ত, ইন্দ্রনীল রায়চৌধুরীরা। এদিন পরিচালকদের তরফ থেকে তাঁদের সিদ্ধান্ত স্পষ্ট করে জানান অনির্বাণ। 


আজকের সাংবাদিক সম্মেলনে অনির্বাণ বলেন, 'আমি ইন্ডাস্ট্রিতে তুলনায় অনেকটাই নবীন। অনেক মানুষ এমন রয়েছেন যাঁদের ৪০ বছরের বেশি অভিজ্ঞতা। তাঁরা যথেষ্ট পরিশীলিত ভাষাতেই কথা বলেন। ইন্ডাস্ট্রিতে যাঁরা দীর্ঘদিন কাজ করেন, তাঁরা প্রতিনিয়ত এই অবস্থার উন্নতির চেষ্টা করছেন। এই সমস্যাটা উন্নতি করার আশু প্রয়োজন দেখা দিয়েছে। রাহুল মুখোপাধ্যায় গত ২৭ জুলাই এই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন। সৌমিক হালদারও এসেছিলেন। কিন্তু আর কেউ সেদিন না আসার ফলে শ্যুটিং করা যায়নি। বলা হয়েছিল, আগামী দেড় দিনের মধ্যে কোনও সমাধানসূত্র না বেরলে পরিচালকেরা কর্মবিরতিতে যাবেন। পরিচালকেরা কোনও ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি, কেউ কাজে যাবেন না। কোনও গিল্ড, কোনও ডিপার্টমেন্টকে প্রভাবিত করার চেষ্টা করেননি। যাঁরা আমাদের সঙ্গে জুড়েছেন, তাঁরা স্বতপ্রণোদিতভাবে এসে জুড়েছেন। পরিচালকেরা শ্যুটিং বন্ধ করার ডাক দেননি। পরিচালকেরা নিজেরা শ্যুটিংয়ে যাননি। তাই আজ শ্যুটিং হয়নি। এই কথাটা একটু শুধরে নেওয়ার দরকার রয়েছে। আজ ফেডারেশনের যে বৈঠক হয়েছে, যে সমস্ত কলাকুশলীরা কথা বলেছেন, আমি তাঁদের সুরে সুর মিলিয়েই বলব, ভ্রাতৃত্ববোধে কোনও অসুবিধা নেই। পরিবার বোধে অসুবিধা নেই। অসুবিধা রয়েছে প্রয়োগ প্রকৃিয়ায়। এটুকুই আমাদের সবার মনে হয়। আমরা সবাই মনে করছি, নিয়ম-আইন সবকিছুকে আর একবার করে খতিয়ে দেখা দরকার। আমরা, সিনিয়ার-জুনিয়ার সবাই চাইছি এই আমরা-ওরা-র দ্বন্দ্বটা বাদ যাক। মূল সমস্যায় আসা যাক।'


এদিন অনির্বাণ আরও বলেন, 'আপনারা সকলেই জানেন, ফেডারেশনের তরফ থেকে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে। আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খোলা রয়েছে। আমরা সর্বসম্মতিক্ষমে আমাদের আজকের সিদ্ধান্ত, আমরা আগামীকালও কর্মবিরতি বজায় রাখছি, সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে।'


আরও পড়ুন: Hrithik Roshan: একের পর এক প্রেমে ভাঙন, এবার হৃত্বিক-সাবার সম্পর্কেও চিড়?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।