কলকাতা: বড়পর্দা, ছোটপর্দা হোক বা মঞ্চ, বিনোদনের প্রত্যেক মাধ্যমেই অবাধ যাতায়াত তাঁর। তবে মঞ্চকে প্রাধান্য দিয়েই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। প্রায় ১ দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর হাত ধরে ১১ বছর পরে ছোটপর্দায় ফিরছেন দেবশঙ্কর হালদার (Debshankar Haldar)। 


দীর্ঘ ১১ বছর পরে ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে দেবশঙ্কর বলছেন, 'একটা দীর্ঘ সময় ধরে আমি ধারাবাহিকে কাজ করেছি। তবে অভিনয় জগতে থিয়েটারকে চিরকালই প্রাধান্য দিয়েছি বেশি। এখনও তাইই করব। একটা সময় মনে হত ছোটপর্দা আর থিয়েটার, দুটো কাজ একসঙ্গে চালাতে পারব না। দুটো জায়গায় কাজ করার ধরণ আলাদা। সময় আর মনকে তাল মেলাতে পারব কি না বুঝতে পারিনি। তাই ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলাম। আগেও বহুবার ছোটপর্দায় কাজ করার অফার এসেছে। তখন পুরোদমে থিয়েটারের কাজ চলত বলেই রাজি হইনি। লকডাউনের সময় থিয়েটার বন্ধ ছিল বহুদিন। তখন চ্যানেলের তরফ থেকে এই 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর অফার আসে। গল্পটা শুনে ভালো লেগেছিল তাই রাজি হয়ে যাই। ছোটপর্দা নিয়ে আমার কখনও কোনও ছুঁৎমার্গ ছিল না, এখনও নেই। তবে এখন আবার আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে থিয়েটারের জগত। ওখানেই বেশি সময় দেব। সঙ্গে ছোটপর্দার কাজও থাকবে। '


আরও পড়ুন: '২০ বছর কাজ করেছি, প্রচুর মানুষ এখনও আমায় ছোটপর্দায় দেখতে চান'


ধারাবাহিকে দেবশঙ্কর হালদারের স্ত্রীয়ের ভূমিকায় কাজ করছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর সঙ্গে কাজ করা নিয়ে কী কী প্রত্যাশা রয়েছে? দেবশঙ্কর বলছেন, 'অপরাজিতা ভালো অভিনেত্রী। আশা করি ও ওর নিপুণ অভিনয় দিয়ে চরিত্রটাকে নিজের মত করে ফুটিয়ে তুলবে। ওর অভিনয়ের মধ্যে মানুষ জীবনের, সংসারের ছায়া দেখতে পায়। আশা করি অপরাজিতার অভিনয় আমার কাজকে আরও ভালো করতে সাহায্য করবে।' 


১৪ ফেব্রুয়ারি থেকে শুধু হবে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং।