কলকাতা: অঞ্জন দত্তের (Anjan Dutt) হাত ধরে এবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে হাজির হতে চলেছে নয়া গোয়েন্দা। এই দীপাবলিতে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর ওয়েব সিরিজ 'ড্যানি ডিটেকটিভ আইএনসি' (Danny Detective INC)। 


আজ অর্থাৎ ১ অক্টোবর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিরিজের অফিসিয়াল পোস্টার শেয়ার করে সিরিজ মুক্তির ঘোষণা করেছে ডিজিট্যাল স্ট্রিমিং সংস্থা 'ক্লিক' (Klikk)। বেশ কয়েক বছর ধরে ব্যোমকেশ বক্সীর সঙ্গে রহস্যের জাল গুটিয়ে এবার নিজস্ব গোয়েন্দার সঙ্গে অনলাইনে যাত্রা শুরু করছেন পরিচালক অঞ্জন দত্ত। 



এই গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা অঞ্জন দত্ত নিজেই। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে অভিনেতা সুপ্রভাত দাসকে (Suprobhat Das)। গোয়েন্দা চরিত্রটির নাম সুব্রত শর্মা। সিরিজে অভিনয়ে করবেন অঞ্জন দত্ত নিজেও। 'ডিটেকটিভ ড্যানি আইএনসি'-এর সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত (Neel Dutt)। তিনিও নিজের সোশ্যাল মিডিয়ায় সিরিজ মুক্তির কথা ঘোষণা করে পোস্ট করেছেন।


 






সম্প্রতি অপর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরিচালক অঞ্জন দত্তের আরও একটি ওয়েব সিরিজ 'মার্ডার ইন দ্য হিলস'। বিশাল স্টারকাস্ট নিয়ে তৈরি সিরিজটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। দর্শকেরা বেশ পছন্দ করেছেন এই সিরিজটি। এবার নিজের সৃষ্টি করা গোয়েন্দাকে নিয়ে হাজির হতে চলেছেন তিনি। ফলে অনুরাগীরাও বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। 


আরও পড়ুন: Durga Puja 2021 Exclusive: পুজোর সময়ে নিজের পাড়ার মাইকে 'রঞ্জনা আমি আর আসব না' বাজত: নীল দত্ত