করুণাময় সিংহ, মালদা: জাল নোট ও বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা সমেত পুলিশের জালে এক ব্যক্তি। ওই ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার ছাড়কাটোলার সাহেবগঞ্জ এলাকায়। ধৃত ব্যক্তি আপাতত পুলিশি হেফাজতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আনিসুর রহমান। বয়স প্রায় ৬২। আনিসুরের বাড়ি কালিয়াচক থানার ছারখাটোলা সাহেবগঞ্জ এলাকায়। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে আনিসুরের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় ৩ লক্ষ টাকার ভারতীয় জাল নোট, ৪২ হাজার ৫০০ টাকার ভারতীয় আসল নোট,৬৪২ টাকা বাংলাদেশি নোট।
শুধু তাই নয়, আরও জানা গিয়েছে, এই আনিসুর বাংলাদেশ থেকে চোরা পথে এই জাল নোটগুলি ভারতে নিয়ে আসত এবং এখান থেকে পাচার করত। তার বিনিময়ে অবশ্যই মোটা অঙ্কের টাকা পেত। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে ধৃত আনিসুর রহমান।
কিছুদিন আগেই কালিয়াচক এলাকা থেকেই ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর মেলে প্রত্যেকটি নোট ৫০০ টাকার।
ধৃতদের নাম ইফতিকার মুক্তার (৩৯), মোহাম্মদ ওয়াসিম খান (৩৭)। এই দু'জনই মহারাষ্ট্রের মুম্বাইয়ের বাসিন্দা, এমনটাই জানা গিয়েছিল। অপর ধৃতের নাম মোঃ আসামুল শেখ। তিনি মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। রাতের অন্ধকারে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালিয়েছিল কালিয়াচক থানার পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় এই তিন ব্যক্তিকে।
আরও পড়ুন: North 24 Paraganas:পারিবারিক বিবাদে শাবলের আঘাতে কাকাকে খুন, পলাতক ভাইপো