সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রথম সাক্ষাৎ কেমন ছিল? প্রাক্তন প্রেমিকের স্মৃতিচারণা করলেন অঙ্কিতা লোখান্ডে

প্রায় ছবছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) এবং অঙ্কিতা লোখান্ডের।

Continues below advertisement

মুম্বই : বেশ কিছুদিন হয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রেমিক। কিন্তু আজও তাঁর সঙ্গের সমস্ত স্মৃতিই টাটকা রয়েছে প্রাক্তন প্রেমিকার মনে। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে কেমন ছিল প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা? শেয়ার করলেন অঙ্কিতা লোখান্ডে।

Continues below advertisement

প্রায় ছবছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) এবং অঙ্কিতা লোখান্ডের। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবরে বেশ অবাকই হয়েছিলেন নেট নাগরিকরা। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'য় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। একতা কপূরের প্রযোজনায় এই ধারাবাহিকে মানব এবং অর্চনার রসায়ন দর্শকদের দারুণ পছন্দের ছিল। ৬ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর সেই জুটি ভেঙে যায় ২০১৬ সালে। এরপর দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছেন। পৃথিবী ছেড়ে অকালে চলে গিয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো সময় থেকে তাঁর সমস্ত স্মৃতিই টাটকা রয়েছে অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) মনে। সুশান্তের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণা করে অঙ্কিতা একটি সাক্ষাৎকারে বলেন, 'সুশান্তের সঙ্গে প্রথম দেখা হওয়ার সেই দিন খুবই অদ্ভুত ছিল। ও খুবই রেগে গিয়েছিল।'

আরও পড়ুন - Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীতে ঋষি কপূরের থ্রোব্যাক ছবি পোস্ট স্ত্রী নীতুর

অঙ্কিতা বলছেন, 'সুশান্ত খুবই চুপচাপ আর শান্ত স্বভাবের ছেলে ছিল। শ্যুটিংয়ের সেটেও বিশেষ কারও সঙ্গে কথা বলত না। ও শুধু নিজের কাজটা মন দিয়ে করত। একদিন আমাদের প্রোমো শ্যুটের কথা ছিল। আর সেদিন সকালে সুশান্ত আমাকে বাড়ি থেকে নিতে এসেছিল। আমার মনে আছে, সেদিন আমি দেরি করে ফেলেছিলাম। আমার মেকআপ হয়ে যাওয়ার কথা ছিল ভোর চারটের মধ্যে। সেইমতোই সুশান্ত আমার বাড়ির নিচে চলে আসে ভোর পাঁচটায়। আমার জন্য বাড়ির নিচেই অপেক্ষা করছিল ও। কিন্তু আমার মেকআপে দেরি হওয়ায় আমি নিচে আসি ৬টা নাগাদ। এতক্ষণ দেরি করে আসায় ও খুব রেগে যায়। নিচে এসেই আমি গাড়ির পিছনের সিটে বসে ঘুমিয়েও পড়ি। আমার মা-ও আমার সঙ্গে ছিল। প্রথমত দেরি করে আসা এবং এসেই গাড়ির পিছনের সিটে বসে ঘুমিয়ে পড়ার ফলে ও আরও রেগে যায়।'

আরও পড়ুন - Shaheer Sheikh Ruchikaa Kapoor Baby: কন্যা সন্তানের জন্ম দিলেন শাহির শেখ - রুচিকা কপূর, নেট দুনিয়ায় শুভেচ্ছাবার্তা

তিনি আরও বলছেন, 'আমাকে ঘুমিয়ে পড়তে দেখে ও ড্রাইভারকে সরিয়ে নিজে গাড়ি চালায়। এবং খুব জোরে গাড়ি চালাচ্ছিল সেদিন। আমি বুঝতে পারছিলাম না ও কেন এমন করছিল। আমার মা তখন বলে যে ও খুব রেগে গিয়েছে। আমার মনে হচ্ছিল, আমি কী করব? নিচে না দাঁড়িয়ে থেকে ও তো উপরেও চলে আসতে পারত। এমনই ছিল ওর সঙ্গে আমার প্রথম দেখা।' অঙ্কিতা জানাচ্ছেন, সুশান্ত হয়তো ভাবছিল, তিনি দেরি করে এসে আবার ঘুমিয়ে পড়েছেন। যেন নায়িকাসুলভ ব্যবহার দেখাতে চাইছিলেন।

প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'র দ্বিতীয় সিজন শুরু হয়েছে। যেখানে অর্চনার চরিত্রে রয়েছেন অঙ্কিতা লোখান্ডেই। আর মানবের চরিত্রে অভিনয় করছেন সাহির শেখ। 

Continues below advertisement
Sponsored Links by Taboola