নয়াদিল্লি: ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিখ্যাত টেলি তারকা শাহির শেখ ও তাঁর স্ত্রী রুচিকা কপূর। প্রথমবার মা-বাবা হলেন এই দম্পতি। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে উত্তেজনা ও প্রস্তুতিও স্বভাবতই ছিল তুঙ্গে। রুচিকার 'বেবি শাওয়ার'-এর ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর, তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রুচিকা-শাহির। যদিও শাহির বা রুচিকা কেউই এখনও সেই খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেননি।
২০২০ সালের নভেম্বরে 'কুছ রঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি' অভিনেতা কোর্ট ম্যারেজে গাঁটছড়া বাঁধেন রুচিকার সঙ্গে। এরপর পরিবারের জন্য জম্মুতে তাঁদের অনুষ্ঠান করার কথা থাকলেও করোনার কারণে সেই প্ল্যান বাতিল হয়ে যায়।
বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পরে বিয়ে করেন শাহির-রুচিকা। বহুদিন পর্যন্ত তাঁরা তাঁদের সম্পর্কের কথা গোপন রাখতে পেরেছিলেন। কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত 'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির সেটে একে অপরকে পছন্দ হয় শাহির-রুচিকার।
কাজের ক্ষেত্রে, শাহির আপাতত 'কুছ রঙ্গ পেয়ার কে অ্যায়সে ভি ৩'-এ অভিনয় করছেন। এই ধারাবাহিকে, শাহির ও এরিকা ফারনান্ডেজের কেমিস্ট্রি বরাবরই দর্শকদের আকর্ষণ করে।
এছাড়াও খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে 'পবিত্র রিশতা ২'। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এই ধারাবাহিকের প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করতেন। দ্বিতীয় সিজনে তাঁর বদলে দেখা যাবে শাহির শেখকে। রুপোলি পর্দায় ফিরছে অর্চনা-মানবের সম্পর্কের রসায়ন। আগেই ঘোষণা করা হয়েছিল সেই কথা। সেই থেকে অনেকেই 'পবিত্র রিশতা ২'-এর পর্দায় আসার অপেক্ষায়। প্রথম সিজন 'পবিত্র রিশতা'-এর প্রবল জনপ্রিয়তার পর দ্বিতীয় সিজন নিয়ে আশাবাদী নির্মাতারা। তবে প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে। একতা কপূর প্রযোজিত এই ধারাবাহিকের দ্বিতীয় সিজনে মানবের চরিত্রে দেখা যাবে অপর জনপ্রিয় অভিনেতা শাহির শেখকে। অর্চনার চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতাই।
আপাতত নেটদুনিয়া শুভেচ্ছা জানাতে ব্যস্ত শাহির-রুচিকাকে।