সুশান্তর বাবার এফআইআর দায়েরের পর কেন ‘সত্যের জয়’ পোস্ট, জানালেন অঙ্কিতা লোখান্ডে

অঙ্কিতা বলেছেন, অবশ্যই ওই পোস্ট ছিল সুশান্তর জন্য। আমি সবসময়ই মনে করি, সত্যই জয়ী হয়, আর যাঁরা সত্য বলেন, তাঁদের জয় হয়।

Continues below advertisement
মুম্বই: ‘পবিত্র রিস্তা’ টেলি সিরিয়ালের মাধ্যমেই বিনোদন জগতে পরিচিতি পেয়েছিলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুত। এই সিরিয়ালে অভিনয় করেছিলেন অঙ্কিতা লোখান্ডেও। দুজনের মধ্যে সম্পর্কও গড়ে উঠেছিল। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ছেলের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তর বাবা এফআইআর দায়ের করার পর সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন অঙ্কিতা। ওই পোস্টে লিখেছিলেন, সত্যের জয় হয়। অঙ্কিতার ওই পোস্টে একটি মন্তব্য করেছিলেন সুশান্তর দিদি শ্বেতা সিংহ কীর্তি। সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের পর অঙ্কিতার পোস্ট- ‘সত্যের জয় হয় ’ অঙ্কিতা জানিয়েছেন, ওই পোস্ট ছিল সুশান্তর জন্যই। ‘রাবতা’ অভিনেতার বাবাকে 'পাপা' বলে উল্লেখ করে এই পোস্ট শেয়ার করার কারণও জানিয়েছেন তিনি। অঙ্কিতা বলেছেন, 'অবশ্যই ওই পোস্ট ছিল সুশান্তর জন্য। আমি সবসময়ই মনে করি, সত্যই জয়ী হয়, আর যাঁরা সত্য বলেন, তাঁদের জয় হয়। পাপা যদি এফআইআর দায়ের করেন, তাহলে কিছু ভেবেই তিনি তা করেছেন। আমি বিচারক হয়। কিন্তু পরিবারের পাশে তো দাঁড়াতে পারি। সুশান্তর সঙ্গে কী হয়েছিল, তা জানতে চাই'। রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের ব্যাপারে সুশান্তর পরিবারের সিদ্ধান্ত নিয়ে অঙ্কিতা বলেছেন, 'আমি বলতে পারি যে, পরিবারের সদস্যরা যদি কিছু করেন, তাঁরা অবশ্যই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁরা হারিয়েছেন তাঁদের রাজকুমার (ছেলে)-কে। আমি নিশ্চিত, তাঁদের কাছে অবশ্যই প্রমাণ রয়েছে এবং এজন্য এফআইআর দায়ের করেছেন। আমি ওর পরিবারকে বিশ্বাস করি। তাঁদের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। ওর জন্য তাঁরা যা কিছু করছেন, তা ঠিক বলেই আমি মনে করি'।
Continues below advertisement
Sponsored Links by Taboola