কলকাতা: মাত্র তিন দিন পরই প্রেমদিবস (Valentine's Day)। ভালবাসার মানুষকে নিয়ে ভালবাসায় কাটানোর দিন। আর এই দিনই ১৩ বছর পূর্ণ করবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় হিট জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন (Ankush Hazra and Oindrila Sen)। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট চিন্তার ভাঁজ ফেলেছে অনুরাগীদের মনে। লিখলেন 'বিয়েটা হবে কি না জানি না।' তাহলে কি এতদিনের পুরনো জুটির বিচ্ছেদ হতে চলেছে? না তেমনটা একেবারেই নয়। প্রেমেই রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাহলে ঠিক কী হল?


'বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না'


শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একটি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। ছবিতে প্রেমিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন। ভালবাসা মাখা এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' জল্পনা বাড়িয়েছে ক্যাপশনের প্রথম বাক্য। 


 






প্রসঙ্গত, টলিউডের অত্যন্ত সুখী জুটি হিসেবেই পরিচিত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রায়ই একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। জল্পনা শোনা গিয়েছিল এই বছরই নাকি বিয়ে সারবেন তাঁরা। সম্প্রতি এবিপি লাইভের 'ভ্যালেন্টাইন্স ডে'র বিশেষ পর্বে অঙ্কুশ বলেন, 'সেই অর্থে এখনও কোনও প্ল্যানিং করা হয়নি। কিন্তু বিয়ে খুব শীঘ্রই করব। কাজের চাপে এখনও করে ওঠা হয়নি ঠিকই কিন্তু প্রায় ১২ বছর পার করে ফেলেছি একসঙ্গে এরপর খুব বেশি দেরি আর করব না।' তারপর হঠাৎই এমন একটি পোস্ট? বিয়েটা কেন হচ্ছে না, কী বিশেষ কারণ তা অবশ্য খোলসা করে বলেননি অভিনেতা। লিখেছেন, 'বাকিটা ব্যক্তিগত'। 


আরও পড়ুন: 'Farzi' Twitter Review: সোশ্যাল মিডিয়ায় রিভিউর বন্যা, শাহিদের 'ফর্জি' মন জয় করল নেটিজেনদের?


তাঁর পোস্টে প্রথম কমেন্ট অবশ্য অপর অভিনেতা সাহেব ভট্টাচার্যের। মজা করে লিখেছেন, 'প্রথম লাইনটা দিয়ে আর কাকিমার ব্লাডপ্রেশার বাড়াস না... দুজনকেই অঢেল শুভেচ্ছা।' তাঁদের পোস্টে ভালবাসা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই এবং অনুরাগীরাও। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিনও। বিয়ে এখন হোক না হোক, দুইজনেই যে রয়েছেন ভালবাসায় ও প্রেমে তা স্পষ্ট।