Amazon: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) তাদের Fab Phones Fest ঘোষণা করেছে। ১১ ফেব্রুয়ারি এই Fab Phones Fest শুরু হচ্ছে। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এই সেলে স্মার্টফোনের দামে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। ওয়ানপ্লাস, স্যামসাং, শাওমি, রিয়েলমি, আইকিউওও, ওপ্পো এবং টেকনো- এইসব সংস্থার স্মার্টফোনের দামে থাকবে ছাড়। এসবিআই ম্যাক্স ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে ১০ শতাংশ অর্থাৎ প্রায় ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও থাকবে একই পরিমাণ ছাড়। অন্যদিকে ১২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে ফেডেরাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে। 


স্মার্টফোন ছাড়াও অ্যামাজনের Fab Phones Fest- এ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে স্মার্টওয়াচের দামে। এই তালিকায় যুক্ত থাকবে ট্যাবলেট, অন্যান্য ওয়ারেবলস, ইয়ারবাডস এবং ক্যামেরাও। নির্দিষ্ট কিছু সংস্থা যেমন- বোট, জেবিএল। অ্যাপেল, অ্যামেজফিট, শাওমি এবং রিয়েলমি সংস্থার প্রোডাক্টে থাকবে ছাড়। ফেডেরাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত অর্থাৎ ১২৫০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। 


Fab Phones Fest- এ স্মার্টফোনের সেরা অফার



  • রেডমি ১০ পাওয়ার, রেডমি ১০এ এবং রেডমি এ১- এই তিন ফোনের দাম অ্যামাজনের Fab Phones Fest- এ শুরু হবে যথাক্রমে ১০,৭৪৯ টাকা, ৭৮৯২ টাকা এবং ৬৪৯৯ টাকা থেকে। ক্রেতারা আরও ছাড় পাবেন ফেডেরাল ব্যাঙ্কের মাধ্যমে।

  • স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের ফোনের ক্ষেত্রে অ্যামাজনের Fab Phones Fest- এ থাকছে বিশেষ ছাড়। গ্যালাক্সি এম১৩, গ্যালাক্সি এম৩৩ এবং গ্যালাক্সি এম০৪- এই তিনটি ফোনের দাম হবে যথাক্রমে ৮৬৯৯ টাকা, ১৩,৯৯৯ টাকা এবং ৭৪৯৯ টাকা। নো-কস্ট ইএমআইয়ের সুবিধা থাকছে ৩ এবং ৬ মাসের জন্য। 

  • ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির ফোনের দামেও থাকবে ছাড়। আইকিউওও জেড৬ ৫জি এবং আইকিউওও জেড৬ লাইট ৫জি ও আইকিউওও নিও ৬ ৫জি- এই তিনটি ফোনের দাম যথাক্রমে ১৪,৪৯৯ টাকা, ১১,৯৯৯ টাকা এবং ২৪,৯৯০ টাকা। এসবিআই এবং ফেডেরাল ব্যাঙ্কের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়। 

  • রিয়েলমি ৫০আই প্রাইম এবং রিয়েলমি ৫০এ প্রাইম- এই দুই ফোনের দাম হবে ৬২৯৯ টাকা এবং ৮৯৯৯ টাকা। তিন মাসের জন্য থাকছে নো-কস্ট ইএমআই অপশন। রিয়েলমি ৫০ ৫জি ফোনের দাম ১২,৯৯৯ টাকা হবে অ্যামাজনের Fab Phones Fest- এ। এর সঙ্গে তিন মাসের জন্য থাকছে নো-কস্ট ইএমআই অপশন।  


আরও পড়ুন- ইকো-ফ্রেন্ডলি স্মার্টফোন! পরিবেশ-বান্ধব জিনিস দিয়ে তৈরি হতে চলেছে নোকিয়া এক্স৩০, লঞ্চ হবে ভারতেও