কলকাতা: বছর শুরু হতেই চোট। ২০২৩ পেরিয়ে ২০২৪-এ পা দিতেই আক্ষেপ নিয়ে বর্ষবরণ করতে দেখা গিয়েছিল অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। পায়ে গুরুতর চোট পেয়ে বছরের শুরুটা মোটেই ভাল কাটেনি তাঁর। আসন্ন 'মির্জা' (Mirza) ছবিতে স্টান্ট করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি আর তাই অবিলম্বে শ্যুটিং বন্ধ করে দিতে হয়। সম্প্রতি শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই একটি ছবি দিয়ে অঙ্কুশ আশ্বস্ত করেন তাঁর অনুরাগীদের। জানান, খুব শীঘ্রই তিনিই ফ্লোরে ফিরবেন।


এদিন সমাজমাধ্যমে জিম সেন্টার থেকে নিজের একটি ছবি তুলে ক্যাপশনে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, 'তোমার শরীর আঘাত পেতে পারে, কিন্তু মন কখনও আঘাত পায় না। দ্য শো মাস্ট গো অন। শো চলবেই। খুব শিগগিরই ফ্লোরে ফিরব। সকলকে ভালবাসা।' আর এই পোস্ট করতেই অনুরাগীরা অনেকেই সমবেদনা প্রকাশ করেন কমেন্টে। কেউ কেউ অঙ্কুশের সুস্থতা কামনা করেন। কেউ লেখেন, 'সাবধানে থেকো দাদা, সিনেমার জন্য নিজের শরীরের ক্ষতি কোরো না।' শত বাধা এলেও যে অঙ্কুশ থেমে নেই, সে কথা স্পষ্টই বোঝা যায় এই পোস্ট থেকে।



কয়েকদিন আগেই বর্ষশেষের রাতে একটি ছবি পোস্ট করে অভিনেতা (Ankush Hazra) লিখেছিলেন, 'এভাবেই ২০২৪ শুরু হবে আমার জীবনে। মির্জা ছবির স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি, যন্ত্রণা মারাত্মক, তবু এই বছরটা আমার জন্য বিশেষ হয়েই থেকে যাবে।' তারপর মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি চায়ের ভাঁড় হাতে ছবি পোস্ট করেন অভিনেতা। দেখে মনে হচ্ছে তাঁর আগামী ছবি 'মির্জা'র লুক।



পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানে না জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মত। একটা হালকা ফুঁ-ই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্য।' কাকে বা কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করলেন অভিনেতা? এরপরেই অবশ্য তিনি লেখেন, 'এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।'  ক্যাপশনের শেষে হাসির ইমোজি দেখে অবশ্য মনে হতে পারে যে নেহাতই অঙ্কুশের মুখ দিয়ে এই কথা বলছে পর্দার 'মির্জা' (Mirza)। তাঁর পোস্টে অবশ্য অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।


আরও পড়ুন: Neem Phuler Madhu: ছোটপর্দায় জনপ্রিয় তাঁর 'বাবুউউ' ডাক, রাস্তাঘাটে তারই ফল ভোগ করছেন অরিজিতা?