কলকাতা: টলিউডে কাজ করতে করতে পায়ে পায়ে ১১টা বছর পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু এখনও অনেক চরিত্রে অভিনয় করা হয়ে ওঠেনি। নিজের অভিনেতাসত্তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেন এখনও অনেক সুযোগের প্রয়োজন। আর সেই সুযোগ পাওয়ার সবচেয়ে সহজ আর গ্রহণযোগ্য উপায় হল নিজের হাতে প্রযোজনার দায়িত্ব তুলে নেওয়া। তাই কি অভিনেতা থেকে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবার প্রযোজক?                                                                                                                           


এখন জোরকদমে কাজ চলছে 'মির্জা' (Mirza)-র। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এটিই তাঁর প্রথম প্রযোজিত ছবি হতে চলেছে। এবিপি লাইভের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, কেন প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্কুশ?                                                                                               


আরও পড়ুন: Ankush Hazra Exclusive: একঘেয়ে অভিনয়ের অফার, ২০টা কাজ আসলে ১৯টাই অপছন্দ হচ্ছিল: অঙ্কুশ


অভিনেতার সপ্রতিভ উত্তর, ' ছবি প্রযোজনার সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো কারণ আছে। নিজে ছবি প্রযোজনা করলে অভিনয়ের স্বাধীনতা পাওয়া যায়। অন্য কোনও প্রযোজককে কোনওরকম ঝুঁকি নিতে বলা যায় না। কিন্তু নিজে প্রযোজনা করলে নিজের মতো পরিকল্পনা করা যায়। এখন বেশ কিছু প্রযোজক ছবি পরিকল্পনা করেন টেলিভিশনের কথা মাথায় রেখে। ধরেই নেন, থিয়েটারে ব্যবসা হবে না। সেইমতোই ছবির বিষয়বস্তু বাছা হয়। কিন্তু সিনেমার ক্ষেত্রে বড়পর্দাটাই সব বলে আমার মনে হয়। শুধু মির্জা নয়, আগামীদিনেও আমার প্রযোজনা সংস্থা থেকে যা যা ছবি মুক্তি পাবে তা বড়পর্দাকে মাথায় রেখেই তৈরি হবে।'                                                                                                                       


দেব, জিৎ থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত প্রযোজনা সংস্থা চালাচ্ছেন। তা কি কেবলমাত্র অভিনয়ে স্বাধীনতার আশায়? অঙ্কুশ বলছেন, 'আমার অন্তত তাই মনে হয়। এটা নিয়ে আমার দেবদা আর জিৎদার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ওঁরা সবাই আমার অগ্রজ। সবাইকেই অনুসরণ করে চলব। তবে এটুকু বলতে পারি, যে সমস্ত নায়কেরা এখন প্রযোজনা করছেন, তাঁরা কেউ লাভের আশায় প্রযোজনা করছেন না। ছবি তৈরির টাকাটুকু উঠে এলেই হল কেবল। যাতে সেই টাকা পরের ছবি তৈরিতে ব্যবহার করা যায়। এখন সবাই প্রযোজনা করেন প্যাশন থেকে, সিনেমার ওপর ভালোবাসা থেকে। আমিও তাই।'