কলকাতা: তাঁর নতুন ছবি, প্রযোজনা নিয়ে রীতিমতো ব্যস্ত তিনি। এরমধ্যেই হঠাৎ বর্ধমানে গেলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নাহ, শ্যুটিংয়ের কাজে নয়, ফিরতেন তাঁর পুরনো স্কুলে! কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রবীণের মধ্যে বসে রয়েছেন তিনি। সম্ভবত দর্শকাসনে। তাঁর চোখ মঞ্চের দিকে নিবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, 'বর্ধমানের যে স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, সেই স্কুলে ১৯ বছর পরে 'গেস্ট অফ অনার' হয়ে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ডানদিকে আমার বাবা আর আর বামদিনে আমার ভীষণ প্রিয় আর ভালবাসার মানুষ, আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। ভাবলাম আমার অনুরাগীদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিই।'
সদ্য শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন অঙ্কুশ। তাঁর প্রথম প্রযোজিত ছবি 'মির্জা'-র শ্যুটিং করতে গিয়েই চোট পেয়েছিলেন অভিনেতা। তবে বিশ্রাম নেওয়ার পরে এখন সুস্থ তিনি। ফিরেছেন শ্যুটিং ফ্লোরে। প্রথম প্রযোজিত ছবি বলেই বেশ খাটতে হচ্ছে অঙ্কুশকে। অভিনয়ের সঙ্গে সামলাতে হচ্ছে অনেক অন্যান্য দায়িত্বও। কিছুদিন আগে প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) সঙ্গে মুক্তি পাওয়া ছবি 'কুরবান' খুব একটা ভাল ফল করেনি বক্সঅফিসে। 'মির্জা' অ্যাকশন ছবি। নিজের প্রযোজিত প্রথম ছবির জন্য মূলধারার ছবিকেই বেছে নিয়েছেন অঙ্কুশ।
সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের এই ছবিতে ভালবাসা জানিয়েছেন অনেকেই। স্কুল মানেই তো প্রত্যেকের কাছেই নস্ট্যালজিয়া। তারকা হলেও, এই নস্ট্যালজিয়ার বাইরে নন অঙ্কুশও। বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকতে হলেও, একসময় বর্ধমানে থাকতেন অঙ্কুশ। খ্যাতিলাভের পরে, অঙ্কুশকে স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেখানে গিয়েই আবেগে ভাসলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি। অনেকে আবার অঙ্কুশকে প্রশ্ন করেছেন তাঁর 'মির্জা' ছবিটি কবে আসবে তা নিয়েও।
আরও পড়ুন: Satyam Marriage: সত্যমের 'রূপকথা'-র শুরু, সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।