কলকাতা: বাংলা গানের স্বতন্ত্র মিউজিক ভিডিও আর সেখানে গল্প বলার চল নতুন নয়। তবে এবার, বাংলা মিউজিক ভিডিও সিক্যুয়েলে বলবে এক প্রেমের গল্প। যে প্রেমের গল্প জনপ্রিয়তা পেয়েছিল, তারই দ্বিতীয় অংশ নিয়ে আসছে 'হে সখা' (Hey Sokha)। 


এর আগে, 'দেখেছি রূপসাগরে মনের মানুষ' (Dekhechi Rupshagore) গানটি জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানে দেখানো হয়েছিল, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও দিব্য়জ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)-র এক অসমাপ্ত প্রেমের গল্প। আর এবার, সেই গল্পেরই দ্বিতীয় অধ্যায় নিয়ে আসছে নতুন গান 'হে সখা' (Hey Sokha)। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান শোনা গিয়েছে সোমলতা আচার্য চৌধুরী (Somlata Acharyya Chowdhury)-র মুখে। গানে থাকছেন দিব্যজ্যোতি তবে তাঁর সঙ্গে দেখা যাবে, দিতিপ্রিয়া নয়, অনুষ্কা গোস্বামীকে (Anushka Goswami)। এই গানে দেখানো হবে সত্যেন ও মায়ার প্রেমের গল্প। 


আজ এই গানটি মুক্তি পাবে এসভিএফের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সহজ সরল এক প্রেমের গল্প দেখতে চিরকালই ভালবাসে মানুষ। তেমনই একটা গল্পকে তুলে আনবে এই মিউজিক ভিডিও। আজ বসন্তী পঞ্চমী-সরস্বতী পুজো। সেই সঙ্গে, ভ্যালেন্টাইন্স ডে-ও। ভালাবাসার মাসে এসভিএফ মিউজিক নিয়ে আসছে আরও একটি ভালবাসারই গল্প, ভালবাসার গান। সেই সঙ্গে, রবীন্দ্রসঙ্গীতের নস্ট্যালজিয়া। 


দিব্যজ্যোতি ও দিতিপ্রিয়ার জুটে বেশ জনপ্রিয় হয়েছিল। ছোট্ট মিউজিক ভিডিও হলেও, দর্শকদের খুব মনে ধরেছিল এই জুটিকে, সঙ্গে এক প্রেমের গল্প। ছোটবেলার এক পুরনো গল্প তুলে আনা হয়েছে। ছোটবেলার যে প্রেম পরিণতি পায় না.. কিন্তু রয়ে যায় মনের মধ্যে। চিরকাল। কিন্তু তারপরে কি আবার প্রেমে পড়া যায়? সেই গল্পই যেন তুলে ধরা হবে নতুন মিউজিক ভিডিওতে। 


 






আরও পড়ুন: 'Teri Baaton Mein Aisa Uljha Jiya' Review: শাহিদ-কৃতীর 'রোবটিক' প্রেমকাহিনি দেখাবে ভালবাসার নতুন রং, খামতি রয়ে গেল কোথায়?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।